প্রতিকী ছবি।

Kaushiki Amavasya Puja at Home: দেবীকে অর্পণ করুন এই বিশেষ ফুলের মালা! পাবেন আশীর্বাদ! কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যেতে না পারলেও বাড়িতে এভাবে করুন পুজো

নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কৌশিকী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি। যাঁরা তন্ত্রসাধনা করেন, এই দিনটি তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবার ভক্তরা বিশ্বাস করেন, এই দিন দেবী তারার শরণাপন্ন হলে জীবনের বিভিন্ন দুর্ভোগ কেটে যায়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বহু ভক্ত ভিড় করেন। কিন্তু অনেকে আবার তারাপীঠে গিয়ে দেবীর কাছে মনস্কামনা জানানোর সুযোগ পান না।

তবে এই দিন যারা তারাপীঠ যেতে পারবেন না, তারা বাড়িতেই দেবীর পুজো করতে পারেন। জানিয়েছেন বিশিষ্ট পুরহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। কীভাবে বাড়িতে দেবীর পুজো করতে হবে, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। এই বিশিষ্ট পুরোহিত বলছেন, বাড়িতে কৌশিকী অমাবস্যায় পুজো করতে চাইলে, প্রথমে বাড়িতে দেবীর যে ছবি বা মূর্তি থাকবে, সেটিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার রাখতে হবে ঘরবাড়ি। স্নান করে শুদ্ধ বসনে দেবী পুজো শুরু করতে হবে।

তিনি বলছেন, এই দিন অবশ্যই দেবীকে একটি লাল জবাফুলের মালা অর্পণ করুন। চাইলে অন্যান্য ফুলমালাও দিতে পারেন। দেবীর ভোগে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে দেবীর পুজো করুন। পুজো শেষে দেবীর কাছে নিজের মনস্কামনা জানান। এদিন দেবীকে কুশাসনে বসিয়ে পুজো করার পরামর্শ দিয়েছেন এই বিশিষ্ট পুরোহিত। সামর্থ্য থাকলে এদিন বাড়িতে যজ্ঞ করাতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : স্ট্রেস! আর্থিক ক্ষতি! প্রতারণা! চলতি ভাদ্রমাসে ভাগ্য বিপর্যয়ের মুখে পড়তে পারে এই ৩ রাশি

কিন্তু বিশেষভাবে একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন ধীমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই দিন যারা বাড়িতে দেবীর পুজো করবেন, তাঁরা যেভাবে নিত্যপুজো হয়, সেই ভাবেই পুজো করুন। চাইলে ব্রাহ্মণ দিয়েও পুজো করাতে পারেন বাড়িতে। কিন্তু এই দিন যদি কেউ তান্ত্রিক মতে দেবীর পুজো করতে চান, তাহলে তাঁর অবশ্যই শক্তি মন্ত্রে বা তারা তন্ত্রে দীক্ষা থাকতে হবে। এই দীক্ষা না থাকলে তান্ত্রিক মতে দেবীর পুজো বাড়িতে করা যাবে না।