বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Kaziranga National Park flood: অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত একাধিক পশু, সাঁতরে আপ্রাণ বাঁচার চেষ্টা অবলাদের

অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
 ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।