Tag Archives: Rhino

Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে এল গণ্ডার! তাড়া করে শেষ করে দিল বাইকারকে! করুণ দৃশ্য ভাইরাল

গুয়াহাটি: অসমের এক বাইকারকে তাড়া করে হত্যা করল গণ্ডার আর সেই দৃশ্য ধরা রইল ক্যামেরায়। রবিবার, অসমের মরিগাঁও জেলার পবিতোরা অভয়ারণ্যের বুকে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল।

মৃত বছর ৩৭-এর সাদ্দাম হুসেন কামরূপ মেট্রোপলিটন জেলার বাসিন্দা ছিলেন। ওইদিন তিনি নিজের বাইকে চেপেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই হঠাৎ অভয়ারণ্য থেকে গণ্ডার বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার এক্স প্ল্যাটফর্মে ওই ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়ে উঠেছে।

আরও পড়ুন: ‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

সেখানে দেখা যাচ্ছে, বাইক ফেলে যুবকটি পড়িমরি করে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটছেন। পিছনে গণ্ডারটিও তাঁর পিছু পিছু ছুটে আসছে।
স্থানীয় বাসিন্দারা চিৎকার করে বন্য পশুটিকে সরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ততক্ষণে, প্রায় ২ হাজার ৮০০ কেজি ওজনের ওই গণ্ডার, ক্ষতবিক্ষত করে দিয়েছে সাদ্দামকে। কিছু দুরেই সাদ্দামের নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় প্রবল আঘাতের চিহ্ন ছিল।


এই প্রসঙ্গে এক বনাধিকারিক জানান, “গণ্ডারটি অভয়ারণ্য থেকে হঠাৎই বেরিয়ে এসে আক্রমণ চালায়। এই ঘটনা কেন হল সে বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি।”

আরও পড়ুন: রাফাল জেটের চূড়ান্ত দাম জানাল ফ্রান্স, অজিত ডোভালের প্যারিস সফরেই কি সিদ্ধান্ত?

অসমের রাজধানী গুয়াহাটির কাছেই অবস্থিত এই পোবিতোরা অভয়ারণ্য। এখানেই ভারতের মধ্যে সবথেকে বেশি এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায়। বিশ্বের ৮০% এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে।

Kaziranga National Park flood: অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত একাধিক পশু, সাঁতরে আপ্রাণ বাঁচার চেষ্টা অবলাদের

অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
 ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।