Tag Archives: Kaziranga National Park

Kaziranga National Park flood: অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত একাধিক পশু, সাঁতরে আপ্রাণ বাঁচার চেষ্টা অবলাদের

অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
অসমে ভয়াবহ বন্য়ায় বিপন্ন কাজিরাঙা জাতীয় উদ্যান। বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে বন দফতরের ১৬৭টির মধ্যে ২০৬টি তাঁবু। (ছবি: এক্স থেকে)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
উদ্যান জলমগ্ন হয়ে পড়ায় সেখান থেকে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। শুধু তাই নয়, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪টি প্রাণীর। পশুদের বাঁচাতে ইতিমধ্যেই ২৪টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে। (ছবি: বিটুপান কোলোঙ, সৌজন্যে এক্স)
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে অন্যতম। কাজিরাঙায় প্রায় ১২১টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়ছে। বর্তমানে কাজিরাঙার প্রায় দুই তৃতীয়াংশ বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
 ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নজরে এসেছে একাধিক প্রাণী প্রাণ বাঁচাতে বন্যার জলে সাঁতার কাটছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের উঁচু জায়গাগুলিতে এক শৃঙ্গ গণ্ডার, মহিষ এবং মাংসাশী প্রাণীদের আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী পাঠিয়েছে অসম সরকার। সেই সঙ্গে পার্শ্ববর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।
বন্য়ায় ক্ষতিগ্রস্ত প্রাণীদের উদ্ধার করতে এবং পরিবেশ বাঁচাতে চেষ্টা চালাচ্ছে অসম সরকার।

Kaziranga National Park: ঘুরতে গিয়ে বাঘ দেখার নিশ্চয়তা চান? ট্যুর প্ল্যানে থাকুক কাজিরাঙা

নিজস্ব প্রতিবেদন: দেশ-বিদেশের পশুপ্রেমী ও পর্যটকরা বিখ্যাত একশৃঙ্গ গন্ডার দেখার জন্য এতদিন কাজিরাঙা জাতীয় উদ্যানে ছুটে যেতেন। অসমের এই জাতীয় অরণ্য সত্যিই তার বৈশিষ্ট্যের জন্য অনন্য। কিন্তু শুনলে অবাক হবেন এখন গন্ডারের পাশাপাশি বাঘ দেখার জন্যও প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে যাচ্ছেন কাজিরাঙায়।

কিছু বছর আগেও কাজিরাঙায় সেভাবে বাঘের দেখা পাওয়া যেত না। কিন্তু গত কয়েক বছরে বিষয়টা সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন সেখানে যথেষ্ট মাত্রায় বাঘের দর্শন পাওয়া যাচ্ছে। পর্যটকরা কাজিরাঙায় ঘুরতে গেলেই বাঘের দর্শন পাবেন এটা প্রায় নিয়ম হয়ে উঠেছে। তার ফলে ক্রমশই পর্যটকের সংখ্যা বাড়ছে।

আর‌ও পড়ুন: ‘গাছতলার বিহু’ দেখেছেন? অসমের মাত্র দুটি জেলায় জোড়ায় জোড়ায় দেখা যায়

কাজিরাঙা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ সদ্য শেষ হওয়া আর্থিক বছরে রেকর্ড সংখ্যক পর্যটক পেয়েছে। অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি দেশি ও বিদেশি পর্যটক গিয়েছিল। মোট ১২ হাজার ৬৯৭ জন পর্যটকের সংখ্যা বেড়েছে। আর তার হাত ধরে কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের বছরে আয় বেড়েছে ৪৭ লক্ষ ৯৮ হাজার ৬৭৮ টাকা। আপনার যদি বাঘ দেখার শখ থাকে তবে সুন্দরবনের পাশাপাশি কাজিরাঙাকেও তালিকায় রাখতে পারেন, নিরাশ হবেন না।

বন্যার জলে হারিয়ে গেল মা, কাজিরাঙার গন্ডার শাবকের ভিডিও ভাইরাল

#কাজিরাঙা: বন্যায় বিপর্যস্ত অসম৷ মানুষের মতোই খারাপ অবস্থা কাজিরাঙা জাতীয় উদ্যানের বাসিন্দা বন্যপ্রাণীগুলির৷ প্রাণ বাঁচাতে অধিকাংশ প্রাণী লোকালয়ে নয়তো জাতীয় সড়কে চলে আসছে৷ কয়েকদিন আগেই দু’টি বাঘও জঙ্গল সংলগ্ন দু’টি বাড়িতে চলে আসে৷ এ বার বন্যার জেরে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া এক গন্ডার শাবকের ছবি দেখে মন খারাপ নেট দুনিয়ার৷ ইতিমধ্যেই ওই শাবকটির ভিডিও ভাইরাল হয়েছে৷ আশার কথা একটাই, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বনকর্মীদের তৎপরতায় শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

বন্যপ্রাণ পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র বা সিডব্লিউসি-র একটি দল নৌকায় করে ওই গন্ডার শাবকটিকে উদ্ধার করে৷ কাজিরাঙা অভয়ারণ্যের ট্যুইটার পেজেই সেই ভিডিওটি শেয়ার করা হয়৷

 

সেখানে বলা হয়, গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যেহেতু শাবকটির মায়ের খোঁজ পাওয়া যায়নি, তাই সেটিকে উদ্ধার করে সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ফের কাজিরাঙা কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন ভাল আছে৷ যেরকম তৎপরতার সঙ্গে বন্যা আটকে পড়া অসহায় প্রাণীগুলিকে উদ্ধার এবং সাহায্যের চেষ্টা করছে কাজিরাঙা কর্তৃপক্ষ, ট্যুইটারে অনেকেই তার প্রশংসা করেছেন৷

অসমের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত৷ বন্যার জেরে ৭১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, পাশাপাশি কাজিরাঙার ৭৬টি বন্যপ্রাণীরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে ৬টি গন্ডার রয়েছে৷