কেদারনাথ মন্দির 

Kedarnath Temple: বাংলাতেই রয়েছে ‘কেদারনাথ মন্দির’, বিশ্বাস হচ্ছে না? দেখুন ডক্টর কৌশিকের কাণ্ড!

মুর্শিদাবাদ: অনেকেই দ্বাদশ জ্যোতিলিঙ্গ দর্শন করতে যেতে পারেন না। আমাদের মধ্যে কমবেশি সকলের কাছে এক কথায় ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ মন্দির। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতে অবস্থিত।

কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত এই শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছ’য় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড।

আরও পড়ুন: ডেঙ্গিতে ৫ দিনেও জ্বর না কমলে মৃত্যু পর্যন্ত সম্ভব! কীভাবে বাঁচবেন-কী করবেন? রইল ডাক্তারের পরামর্শ

তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। তবে অনেকের পক্ষে এই কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এবার পেশায় চিকিৎসক কৌশিক সেনগুপ্ত নিজের বাড়িতেই তৈরি করেছেন কেদারনাথ মন্দির। আর বাড়ির কেদারনাথ মন্দির দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিজয়নগরে অবস্থিত রয়েছে এই কেদারনাথ মন্দির।

আরও পড়ুন: আপাতত বৃষ্টির বিরাম নেই গৌড়বঙ্গের জেলাগুলিতে, কবে কাটবে দুর্যোগ? আবহাওয়ার বড় খবর

সম্প্রতি তৈরি করা হয়েছে এই মন্দিরটি। কেদারনাথ থেকে ঘুরে এসেই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মহাদেবের জন্য তৈরি করা হয়েছে এই কেদারনাথ মন্দির। পেশায় আয়ুবেদিক চিকিৎসক কৌশিক সেনগুপ্ত। তাঁর কথায়, শিব ভক্তদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই তীর্থক্ষেত্র। এখন অনেক লোক রয়েছেন, যাঁরা এখনও পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তাঁর ইচ্ছে ছিল নবাবের জেলার মাটিতে একটি কেদারনাথের আদলের শিব মন্দির তৈরি করবেন। যেমন ভাবনা তেমন কাজ। তাই মন্দির তৈরি করা হয়েছে ভক্তদের জন্য।

কৌশিক অধিকারী