KKR News: চূড়ান্ত হয়ে গিয়েছে তালিকা! ‘এই’ ৫ প্লেয়ারকে ধরে রাখছে কেকেআর! রয়েছে বড় চমক

আইপিএল ২০২৫ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর। তার আগে রিটেনশন তালিকায় দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। ৪,৫ না ৬ কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বোর্ড।
আইপিএল ২০২৫ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর। তার আগে রিটেনশন তালিকায় দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। ৪,৫ না ৬ কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বোর্ড।
তবে ৪-এর থেকে বাড়িয়ে ৫ করার একটা সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদি তাই হয়, তাহলে কেকেআর কোন পাঁচজনকে ধরে রাখবে তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। স্পোর্টস নাও-এর রিপোর্ট অনুযায়ী কেকেআর সূত্রে খবর, ইতিমধ্যেই সেই ৫ ক্রিকেটার ঠিক করে ফেলেছে ম্যানেজমেন্ট।
তবে ৪-এর থেকে বাড়িয়ে ৫ করার একটা সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদি তাই হয়, তাহলে কেকেআর কোন পাঁচজনকে ধরে রাখবে তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। স্পোর্টস নাও-এর রিপোর্ট অনুযায়ী কেকেআর সূত্রে খবর, ইতিমধ্যেই সেই ৫ ক্রিকেটার ঠিক করে ফেলেছে ম্যানেজমেন্ট।
কোন পাঁচ জনকে ধরে রাখতে চলেছে কেকেআর? এখন সেটাই বড় প্রশ্ন। যে ৫ জনের নাম সূত্র মারফত জানা যাচ্ছে তাতে রয়েছে বড় চমক। কারণ একাধিক মহাতারকা বাদ যেতে চলেছে কেকেআরের রিটেনশন তালিকা থেকে। চলুন দেখা যাক কোন ৫ জনকে রিটেন করতে পারে নাইটরা।
কোন পাঁচ জনকে ধরে রাখতে চলেছে কেকেআর? এখন সেটাই বড় প্রশ্ন। যে ৫ জনের নাম সূত্র মারফত জানা যাচ্ছে তাতে রয়েছে বড় চমক। কারণ একাধিক মহাতারকা বাদ যেতে চলেছে কেকেআরের রিটেনশন তালিকা থেকে। চলুন দেখা যাক কোন ৫ জনকে রিটেন করতে পারে নাইটরা।
শ্রেয়স আইয়ার- কেকেআরের ১০ বছরের ট্রফির খরা কেটেছে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে। গত মরশুমে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স মাঝারি মানের হলেও শ্রেয়সের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। তাই ট্রফি উইনিং ক্যাপ্টেনকে ছাড়ার সম্ভাবনা কম কেকেআরের।
শ্রেয়স আইয়ার- কেকেআরের ১০ বছরের ট্রফির খরা কেটেছে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে। গত মরশুমে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স মাঝারি মানের হলেও শ্রেয়সের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। তাই ট্রফি উইনিং ক্যাপ্টেনকে ছাড়ার সম্ভাবনা কম কেকেআরের।
রিঙ্কু সিং- তালিকায় দ্বিতীয় যে নাম তিনি রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে কেকেআরের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠেছে উত্তর প্রদেশের বাঁ হাতি ব্যাটার। ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে নাইটরা।
রিঙ্কু সিং- তালিকায় দ্বিতীয় যে নাম তিনি রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে কেকেআরের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠেছে উত্তর প্রদেশের বাঁ হাতি ব্যাটার। ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে নাইটরা।
আন্দ্রে রাসেল- ২০১২ সাল থেকে কেকেআরের পরিবারের সদস্য আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের সৈনিক তিনি। বয়স বাড়ায় পারফরম্যান্স কিছুটা পড়লেও এখনও নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারনের ক্ষমতা রাখেন। ফলে রাসেলকে রিটেন করতে পারে কেকেআর।
আন্দ্রে রাসেল- ২০১২ সাল থেকে কেকেআরের পরিবারের সদস্য আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের সৈনিক তিনি। বয়স বাড়ায় পারফরম্যান্স কিছুটা পড়লেও এখনও নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারনের ক্ষমতা রাখেন। ফলে রাসেলকে রিটেন করতে পারে কেকেআর।
সুনীল নারিন: গত মরশুমেও কেকেআরের ট্রফি জয়ের অন্যতম নায়ক ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করার পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ফলে নারিন ছাড়ার প্রশ্নই ওঠে না কেকেআরের।
সুনীল নারিন: গত মরশুমেও কেকেআরের ট্রফি জয়ের অন্যতম নায়ক ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করার পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ফলে নারিন ছাড়ার প্রশ্নই ওঠে না কেকেআরের।
ফিল সল্ট: গতবার কেকেআরের হয়ে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট। সঙ্গে সামলেছেন উইকেট কিপিংয়ের দায়িত্ব। মরশুমে করেছিলেন ৪৩৫ রান। ফলে সল্ট ধরে রাখার সম্ভাবনা প্রবল নাইট শিবিরের।
ফিল সল্ট: গতবার কেকেআরের হয়ে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট। সঙ্গে সামলেছেন উইকেট কিপিংয়ের দায়িত্ব। মরশুমে করেছিলেন ৪৩৫ রান। ফলে সল্ট ধরে রাখার সম্ভাবনা প্রবল নাইট শিবিরের।