কেকেআর তাকে নেওয়ার  উদ্দেশ্যে এই ভাবনাই কার্যকরী হবে যার লক্ষ্য তারুণ্যকে অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে দেওয়া৷  KKR-এ তিনি শুরু থেকেই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন, যা তাঁর ক্রিকেট কেরিয়ারে গুরুত্বপূর্ণ একটা দিশাও দেখাতে পারে৷  আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সম্ভাব্য ভূমিকাও নির্দেশ করবে।

KKR News: ৫ তারকা বিদেশীকে বাদ দিচ্ছে কেকেআর! তালিকায় একের পর এক চমকে ওঠা নাম

সামনেই আইপিএলের মেগা নিলাম। তার আগে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি আইপিএল দলকে জানাতে তাদের রিটেনশনের তালিকা। কোন দল কোন প্লেয়ারদের ধরে রাখবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।
সামনেই আইপিএলের মেগা নিলাম। তার আগে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি আইপিএল দলকে জানাতে তাদের রিটেনশনের তালিকা। কোন দল কোন প্লেয়ারদের ধরে রাখবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।
আইপিএলের রিটেনশনের নিয়ম অনুযায়ী মোট ৫ জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল। একজন  প্লেয়ারকে কিনতে পারবে আরটিএম কার্ড ব্যবহার করে। বিশেষ করে ডিফন্ডিং চ্যাম্পিয়ন  কেকেআর কাদের রিটেন করে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের।
আইপিএলের রিটেনশনের নিয়ম অনুযায়ী মোট ৫ জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল। একজন প্লেয়ারকে কিনতে পারবে আরটিএম কার্ড ব্যবহার করে। বিশেষ করে ডিফন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কাদের রিটেন করে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের।
কেকেআরের রয়েছে একাধিক তারকা বিদেশী প্লেয়ার। যারা প্রত্যেক্যেই কম-বেশি ম্যাচ উইনার। তার মধ্যে ৫ জন বিদেশী ক্রিকেটার রয়েছে যাদের দল থেকে বাদ দিতে বা ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআরের রয়েছে একাধিক তারকা বিদেশী প্লেয়ার। যারা প্রত্যেক্যেই কম-বেশি ম্যাচ উইনার। তার মধ্যে ৫ জন বিদেশী ক্রিকেটার রয়েছে যাদের দল থেকে বাদ দিতে বা ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর যে পাঁচজন বিদেশী তারকা ক্রিকেটারকে  নিলামের আগে ছেড়ে দিতে পারে সেই তালিকায় রয়েছে অজি স্পিড স্টার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট, আফগানিস্তানের তারকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা, ক্যারিবিয়ান বিগ হিটার শেরফেন রাদারফোর্ড।
কেকেআর যে পাঁচজন বিদেশী তারকা ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে সেই তালিকায় রয়েছে অজি স্পিড স্টার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট, আফগানিস্তানের তারকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা, ক্যারিবিয়ান বিগ হিটার শেরফেন রাদারফোর্ড।
এই ৫ জন বিদেশীকে যদি রিটেন না করে কলকাতা নাইট রাইডার্স, তাহলে স্বাভাবিকভাবেই ধরে রাখার তালিকায় সবথেকে বেশি এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
এই ৫ জন বিদেশীকে যদি রিটেন না করে কলকাতা নাইট রাইডার্স, তাহলে স্বাভাবিকভাবেই ধরে রাখার তালিকায় সবথেকে বেশি এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
তবে কেকেআরের তরফে এখনও সরকারিভাবে রিটেনশন তালিকা নিয়ে কোনও কিছু ঘোষণা করা হয়। কারা থাকল দলে আর কারা পড়বে বাদ তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ অক্টোবর পর্যন্ত।
তবে কেকেআরের তরফে এখনও সরকারিভাবে রিটেনশন তালিকা নিয়ে কোনও কিছু ঘোষণা করা হয়। কারা থাকল দলে আর কারা পড়বে বাদ তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ অক্টোবর পর্যন্ত।