দুর্গা 

Durga Puja 2024: ইন্ডিয়া গেটের আদলে মন্ডপ! প্রতিমাতে দেশ মাতৃ রূপে মা দুর্গা! ভিড় দর্শনার্থীদের

মুর্শিদাবাদ: দেশের ইন্ডিয়া গেট ঐতিহ্য। আর সেই ইন্ডিয়া গেট কে সামনে রেখে মুর্শিদাবাদের কান্দি জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো কমিটির এবছরের থিম মাতৃ রূপে মা দুর্গা। ৯০তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি। প্যারিসের আর্ক দে ত্রিম্ফের আদলে ১৯৩১ সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েনস। আগে এর নাম ছিল ‘অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট’।

প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত ৯০,০০০ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। সেই ইন্ডিয়া গেটের আদলে এই মন্ডপসজ্জা তৈরি করা হয়। এছাড়াও মন্ডপে রাখা হয় বিনয়, বাদল দীনেশের মুর্তি। শুধু তাই নয়, মন্ডপসজ্জাতে একাধিক স্বাধীনতা সংগ্রামী মাষ্টারদা সূর্য সেন থেকে যতীন দাস এবং ননীবালা দেবী কে ফুটিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুন:পুজোর সময় দোকানে-দোকানে নাড়ুর চাহিদা তুঙ্গে, বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি

শিল্পী অসীম পাল তার হাতে ফুটে উঠেছে এই দেবী মা দুর্গা। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, মা দুর্গার সঙ্গে স্বাধীনতার যে সম্পর্ক সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপে। দুর্গাপুজো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সেল্টার দিয়েছে এবং ব্রিটিশদের কাছে আরাল করে রেখেছিল। দুর্গাপুজোকে সামনে রেখেই স্বাধীনতা আন্দোলন কে সামনে রেখে ভারত মা কে রক্ষা করেছেন।

কৌশিক অধিকারী