IND vs BAN: পচা শামুকে পা কাটছে বিরাট কোহলির! যাঁর বলে আউট হলেন, ভাবতে পারবেন না

চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে করেছিলেন ৬ ও দ্বিতীয় ইনিংসে করেছেন ১৭।
চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে করেছিলেন ৬ ও দ্বিতীয় ইনিংসে করেছেন ১৭।
সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজ রয়েছে ভারতের। তার আগে বিরাট কোহলির ফর্ম চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের।
সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজ রয়েছে ভারতের। তার আগে বিরাট কোহলির ফর্ম চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের।
এবার কানপুর টেস্টের আগে কোহলির নেটে ব্যাটিং দেখেও অবাক সকলেই। কারণ বুমরাহের বলে ৪ বার, অক্ষর প্যাটেলের বলে ১ বার আউট হয়েছেন কোহলি।
এবার কানপুর টেস্টের আগে কোহলির নেটে ব্যাটিং দেখেও অবাক সকলেই। কারণ বুমরাহের বলে ৪ বার, অক্ষর প্যাটেলের বলে ১ বার আউট হয়েছেন কোহলি।
কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে কেকেআরের নেট বোলার জামশেদ আলমের বলে বিরাট কোহলির নেটে দুবার আউট হওয়া। ২২ বছরের পেসার অবার করেছেন বিরাটকে।
কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে কেকেআরের নেট বোলার জামশেদ আলমের বলে বিরাট কোহলির নেটে দুবার আউট হওয়া। ২২ বছরের পেসার অবার করেছেন বিরাটকে।
জামশেদ আলম বিরাটকে ৪ ওভার বোলিং করে দু'বার আউট-সুইংয়ে পরাস্ত করেন। জামশেদ আলম বলেন,"আমি বিরাট কোহলিকে ২৪টি বল করি। আমার গতি ছিল ১৩৫ কিলোমিটার মতো। আমি দু’বার কোহলিকে আউট করি।"
জামশেদ আলম বিরাটকে ৪ ওভার বোলিং করে দু’বার আউট-সুইংয়ে পরাস্ত করেন। জামশেদ আলম বলেন,”আমি বিরাট কোহলিকে ২৪টি বল করি। আমার গতি ছিল ১৩৫ কিলোমিটার মতো। আমি দু’বার কোহলিকে আউট করি।”
বিরাট কোহলি জামশেদ আলমের বয়স জানতে চান ও বোলিংয়ের প্রশংসা করেন। একইসঙ্গে ভাল করে পরিশ্রম ও অনুশীলন চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন কোহলি।
বিরাট কোহলি জামশেদ আলমের বয়স জানতে চান ও বোলিংয়ের প্রশংসা করেন। একইসঙ্গে ভাল করে পরিশ্রম ও অনুশীলন চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন কোহলি।