খেলা KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন ‘কচুকাটা’! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা Gallery October 10, 2024 Bangla Digital Desk এগিয়ে আসছে ৩১ অক্টোবর। তার মধ্যেই আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর চর্চা। বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর কাদের কাদের রিটেন করবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে এবার একটি জায়গা নিয়ে নিশ্চিন্ত হতে পারের নাইট কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত যা খবর তাতে সুনীল নারিনের জায়গা রিটেনশনে পাকা তা বলাই যায়। এবার দ্বিতীয় প্লেয়ার হিসেবে কেকেআরের ফিনিশারের অভাব দূর করলেন তারকা প্লেয়ার। এতদিন পর্যন্ত কেকেআরের একমাত্র ম্যাচ ফিনিশার হিসেবে উঠে আসত আন্দ্রে রাসেলের নাম। তবে এবার রাসেলকে রাখা নিয়ে জল্পনা থাকলেও কেকেআর জায়গা প্রায় পাকা করে ফেললেন রিঙ্কু সিং। (Photo Courtesy- AP) বিগত ২ মরশুম ধরেই কেকেআরের হয়ে ভাল পারফর্ম করছেন রিঙ্কু। তবে সাম্প্রতিক ফর্ম নিয়ে ধোঁয়াশা থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে রিঙ্কু সিং প্রমাণ করে দিয়েছেন কেকেআরে ফিনিশারের দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। (Photo Courtesy- AP) বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে চাপের মধ্যে মারকাটারি ব্যাটিং করেন রিঙ্কু সিং। প্রতিপক্ষের বোলিংকে রীতিমত কচুকাটা করেন। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। (Photo Courtesy- AP) ২৯ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন রিঙ্কু সিং। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো কেকেআর তারকার ইনিংস। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ করে দলকে বিপদমুক্ত করেন ও বড় রানের ভিত গড়েন রিঙ্কু সিং। (Photo Courtesy- AP) রিঙ্কু সিংয়েক চাপের মুহূর্তে এমন মারকাটারি ও পরিণত ব্যাটিং রিটেনশন তালিকা প্রকাশ আগে কেকেআর ম্যানেজমেন্টকে অনেক বেশি স্বস্তি দেবে। ফলে বলাই যায় ফিনিশার নিয়ে চিন্তামুক্ত হল নাইট শিবির। (Photo Courtesy- AP)