(Photo Courtesy- KKR X)

KKR News: কেকেআর স্পিড স্টার স্টার্ক তৈরি করেছেন ‘খতরনাক অস্ত্র’! উড়বে প্রতিপক্ষের ঘুম

আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,"অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।"
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,”অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।”
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।