KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP

KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না

KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP 
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP