ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)

KKR Team News: ইডেনে পঞ্জাবের তাণ্ডব, নতুন ইতিহাসের সাক্ষী কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হার সঙ্গী নাইটদের

কলকাতা: কেকেআরের পর ইডেনে পঞ্জাব ব্যাটারদের তাণ্ডব, মরশুমের দ্বিতীয় হার শাহরুখের দলের।কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ এ কী দেখল ইডেন গার্ডেন্স। কেকেআর ব্যাটাররা যখন ব্যাট করছিলেন তখন দেখে মনে হচ্ছিল পঞ্জাব বোলাররা লাইন -লেংথের ব্যকরণ ভুলে গেছেন। আর যখন নাইট বোলাররা বল করল তখন কার্যত জনি বেয়রেস্তো, প্রভাসিমরন সিং, শশাঙ্ক সিং সকলে এমন মার মারলেন যে কেকেআর বোলাররা একেবারে ল্যাজে গোবরে হয়ে গেলেন৷

পিবিকেএস ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব৷ এদিন শুধু তারা জিতল তাই নয় রেকর্ড রান তাড়া করে জিতে আইপিএলের ইতিহাস বইয়ে ঢুকে গেল৷

এদিন টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব৷ ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কেকেআর৷ ৩৭ বলে ৭৫ রান করেন ফিল সল্ট, নারিনের অবদান ৩২ বলে ৭১৷ ভেঙ্কটেশ আইয়ার২৩ বলে ৩৯ রান করেন৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ২৮ রান, আন্দ্রে রাসেল ১২ বলে ২৪ রান করেন৷ সব কিছু যোগ করেই ২৬১ রানের বড় স্কোর খাড়া করে নাইটরা৷

এদিক বেশ তাগড়াই রান হয়েছে ভেবে কেকেআর বোলাররা যখন বল করতে নামেন তখন বোঝা যায় কত ধানে কত চাল! পঞ্জাব কিংস ব্যাটাররা ধামাল শুরু করেন৷ ফ্ল্যাট পিচে একেবারে পাড়ার ক্রিকেট স্তরে বোলারদের নামিয়ে আনে টিম পঞ্জাব৷ ২০ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন পিবিকেএস ওপেনার প্রভসিমরন সিং৷ এদিকে জনি বেয়রেস্তো এদিন দুরন্ত ঝড় তোলেন৷ ইংলিশ ঝড়ে কলকাতা লুটপুট হয়ে যায়৷ ৪৮ বলে ১০৮ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ৯টি ছক্কা দিয়ে৷ তিনি ছাড়াও এদিন শশাঙ্ক সিংও বিধ্বংসী ফর্মেই ছিলেন৷ তিনি করেন ২৮ বলে ৬৮ রান৷

এদিন পঞ্জাব ইনিংসে একটি রান আউট হয় এবং একটি মাত্র পঞ্জাব ইনিংসের উইকেট তুলতে পারেন সুনীল নারিন৷ মিচেল স্টার্ক এদিন বাদ থাকায় তাঁর জায়গায় এসেছিলেন দুষ্যন্ত চামারা৷ তিনি ৩ ওভারে ৪৮ রান দিয়ে একটিও উইকেট পাননি৷ তাছাড়াও হর্ষিত রানা অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল সকলেই প্রবল মার খান৷

এদিনের হারের পরেও অবশ্য শুক্রবার কেকেআর পয়েন্ট টেবলের ২ নম্বরেই রইল৷ ৮ ম্যাচের ৫টি জয় ও ৩ টি হার কেকেআরের কপালে৷ এছাড়াও এদিকে এদিনের জয়ের পর পঞ্জাব কিংসের জয়ের সংখ্যা হল ৩টি৷ তারা পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷ এদিকে এদিন এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হতে দেখল  ইডেন গার্ডেন্সে৷ এদিন কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে ৪২ টি ছয় মারল দু দল মিলে৷