আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।

Punjab Kings Create World Record: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস, গড়ল দুই বিশ্বরেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)