কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-র চ্যাম্পিয়ন হিসাবে মুকুট পেয়েছে। তারা তাদের দলীয় খেলায় ট্রফি জিতেছে। দলের সাফল্যে অনেক খেলোয়াড়ের অবদান ছিল।  কেকেআর ম্যানেজমেন্ট তাদের দুটি পুরানো বন্দুক, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে ধরে রাখতে প্রস্তুত। ফিল সল্ট বা মিচেল স্টার্কের কতটা ধরে রাখতে আগ্রহী টিম তা নিয়ে কোনও সঠিক দিশা এখনও পাওয়া যায়নি৷

KKR Retention List: অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চাইছে না টিম ম্যানেজমেন্ট, ভারী নাম নয়, কাছের ও কাজের প্লেয়ারদের ধরে রাখতে মরিয়া নাইটরা

: তাঁর অধিনায়কত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন, কিন্তু তাঁকে আদৌ রিটেনশনের প্লেয়ারদের মধ্যে রাখা হবে কিনা তা নিয়ে জোর সন্দেহ কেকেআর থিঙ্কট্যাঙ্কের৷ তবে যে খেলোয়াড়কে নিয়ে সকলেই কার্যত একমত যে একে কোনওভাবেই ছাড়া যাবে না তিনি হলেন নাইটদের ‘মাসল রাসেল’- অর্থাৎ ক্যারিবিয়ান হিট স্টার আন্দ্রে রাসেল৷ Photo- File
: তাঁর অধিনায়কত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন, কিন্তু তাঁকে আদৌ রিটেনশনের প্লেয়ারদের মধ্যে রাখা হবে কিনা তা নিয়ে জোর সন্দেহ কেকেআর থিঙ্কট্যাঙ্কের৷ তবে যে খেলোয়াড়কে নিয়ে সকলেই কার্যত একমত যে একে কোনওভাবেই ছাড়া যাবে না তিনি হলেন নাইটদের ‘মাসল রাসেল’- অর্থাৎ ক্যারিবিয়ান হিট স্টার আন্দ্রে রাসেল৷ Photo- File
এদিকে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২০২২-র মেগা নিলামের মঞ্চ থেকে তুলে নিয়েছিল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি৷ তাঁর ক্যাপ্টেন্সিতেই আইপিএল ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় কেকেআর। এর আগে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর দীর্ঘ  ১০ বছর বাদে তৃতীয়বার আইপিএল সেরা হয়েছে৷ Photo- File
এদিকে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২০২২-র মেগা নিলামের মঞ্চ থেকে তুলে নিয়েছিল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি৷ তাঁর ক্যাপ্টেন্সিতেই আইপিএল ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় কেকেআর। এর আগে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর দীর্ঘ  ১০ বছর বাদে তৃতীয়বার আইপিএল সেরা হয়েছে৷ Photo- File
২০২৪-র আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে হারানোর পর ফের ফাইনালেও তাদের হারিয়ে ম্যাচ জিতেছিল৷ অন্যদিকে গ্রুপ পর্বেও তুখোড় ছিল নাইটরা৷ নিজেদের ১৪ ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে ছিল৷ Photo- File
২০২৪-র আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে হারানোর পর ফের ফাইনালেও তাদের হারিয়ে ম্যাচ জিতেছিল৷ অন্যদিকে গ্রুপ পর্বেও তুখোড় ছিল নাইটরা৷ নিজেদের ১৪ ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে ছিল৷ Photo- File
এদিকে কেকেআরের এই দুরন্ত পারফরম্যান্সের অভিযানে কেকেআরকে গাইড করেছিলেন ২০১২ এবং ২০১৪ তে কেকেআরকে  চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর৷ তবে এবার তিনি ছিলেন মেন্টরের ভূমিকায়৷ কিন্তু তিনি ভারতীয় দলের হেড কোচ হওয়ায় এবার নাইটদের নতুন মেন্টর ডয়েন ব্র্যাভো৷ তাহলে এবার কি টিম ম্যানেজমেন্ট নতুন মেন্টরের সঙ্গে নতুন অধিনায়ক আনবে? Photo- File
এদিকে কেকেআরের এই দুরন্ত পারফরম্যান্সের অভিযানে কেকেআরকে গাইড করেছিলেন ২০১২ এবং ২০১৪ তে কেকেআরকে  চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর৷ তবে এবার তিনি ছিলেন মেন্টরের ভূমিকায়৷ কিন্তু তিনি ভারতীয় দলের হেড কোচ হওয়ায় এবার নাইটদের নতুন মেন্টর ডয়েন ব্র্যাভো৷ তাহলে এবার কি টিম ম্যানেজমেন্ট নতুন মেন্টরের সঙ্গে নতুন অধিনায়ক আনবে? Photo- File
সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুসারে কেকেআর ম্যানেজমেন্ট এই মুহূর্তে খুব একটা আগ্রহী নয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে ধরে রাখতে৷ অন্যদিকে কেকেআর প্রথম যাকে ধরে রাখবে সেই নাম যা থিঙ্কট্যাঙ্ক সিওর হয়ে গেল, সেটা হল আন্দ্রে রাসেল৷ Photo- File
সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুসারে কেকেআর ম্যানেজমেন্ট এই মুহূর্তে খুব একটা আগ্রহী নয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে ধরে রাখতে৷ অন্যদিকে কেকেআর প্রথম যাকে ধরে রাখবে সেই নাম যা থিঙ্কট্যাঙ্ক সিওর হয়ে গেল, সেটা হল আন্দ্রে রাসেল৷ Photo- File
এদিকে কেকেআর সূত্রে একটা বড় খবর সামনে এসেছে যে নীতিশ রানাকে একটা অংশ চেয়েছিল অধিনায়ক হিসেবে৷ কারণ আইপিএল ২০২২ এ শ্রেয়স আইয়ারের চোট পাওয়ার কারণে নীতিশই অধিনায়কত্ব সামলেছিলেন৷ আর আইয়ার ফেরার পর নীতিশই সহ অধিনায়ক হয়েছিলেন৷ Photo- File
এদিকে কেকেআর সূত্রে একটা বড় খবর সামনে এসেছে যে নীতিশ রানাকে একটা অংশ চেয়েছিল অধিনায়ক হিসেবে৷ কারণ আইপিএল ২০২২ এ শ্রেয়স আইয়ারের চোট পাওয়ার কারণে নীতিশই অধিনায়কত্ব সামলেছিলেন৷ আর আইয়ার ফেরার পর নীতিশই সহ অধিনায়ক হয়েছিলেন৷ Photo- File
কেকেআরের রিটেনশনকোনও সন্দেহ নেই যে কেকেআর সুনীল নারিনকে ধরে রাখবে কারণ আইপিএল ২০২৪ এ তিনি  নাইট জার্সিতে অলরাউন্ড শো দিয়েছিলেন৷ হর্ষিত রানা এখনও আনক্যাপড প্লেয়ার ফলে তিনিও সম্ভবত এই ফ্রাঞ্চাইজিতেই থাকবেন৷ কেকেআর রমনদীপ সিং, সুয়াশ শর্মাকে ৪ কোটি দিয়ে ধরে রাখতে পারে৷ Photo- File
কেকেআরের রিটেনশন
কোনও সন্দেহ নেই যে কেকেআর সুনীল নারিনকে ধরে রাখবে কারণ আইপিএল ২০২৪ এ তিনি  নাইট জার্সিতে অলরাউন্ড শো দিয়েছিলেন৷ হর্ষিত রানা এখনও আনক্যাপড প্লেয়ার ফলে তিনিও সম্ভবত এই ফ্রাঞ্চাইজিতেই থাকবেন৷ কেকেআর রমনদীপ সিং, সুয়াশ শর্মাকে ৪ কোটি দিয়ে ধরে রাখতে পারে৷ Photo- File