খেলা KKR Retention List: অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চাইছে না টিম ম্যানেজমেন্ট, ভারী নাম নয়, কাছের ও কাজের প্লেয়ারদের ধরে রাখতে মরিয়া নাইটরা Gallery October 22, 2024 Bangla Digital Desk : তাঁর অধিনায়কত্বেই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন, কিন্তু তাঁকে আদৌ রিটেনশনের প্লেয়ারদের মধ্যে রাখা হবে কিনা তা নিয়ে জোর সন্দেহ কেকেআর থিঙ্কট্যাঙ্কের৷ তবে যে খেলোয়াড়কে নিয়ে সকলেই কার্যত একমত যে একে কোনওভাবেই ছাড়া যাবে না তিনি হলেন নাইটদের ‘মাসল রাসেল’- অর্থাৎ ক্যারিবিয়ান হিট স্টার আন্দ্রে রাসেল৷ Photo- File এদিকে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২০২২-র মেগা নিলামের মঞ্চ থেকে তুলে নিয়েছিল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি৷ তাঁর ক্যাপ্টেন্সিতেই আইপিএল ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় কেকেআর। এর আগে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর দীর্ঘ ১০ বছর বাদে তৃতীয়বার আইপিএল সেরা হয়েছে৷ Photo- File ২০২৪-র আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে হারানোর পর ফের ফাইনালেও তাদের হারিয়ে ম্যাচ জিতেছিল৷ অন্যদিকে গ্রুপ পর্বেও তুখোড় ছিল নাইটরা৷ নিজেদের ১৪ ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচ জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে ছিল৷ Photo- File এদিকে কেকেআরের এই দুরন্ত পারফরম্যান্সের অভিযানে কেকেআরকে গাইড করেছিলেন ২০১২ এবং ২০১৪ তে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর৷ তবে এবার তিনি ছিলেন মেন্টরের ভূমিকায়৷ কিন্তু তিনি ভারতীয় দলের হেড কোচ হওয়ায় এবার নাইটদের নতুন মেন্টর ডয়েন ব্র্যাভো৷ তাহলে এবার কি টিম ম্যানেজমেন্ট নতুন মেন্টরের সঙ্গে নতুন অধিনায়ক আনবে? Photo- File সর্বভারতীয় সংবাদ সংস্থার মত অনুসারে কেকেআর ম্যানেজমেন্ট এই মুহূর্তে খুব একটা আগ্রহী নয় চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে ধরে রাখতে৷ অন্যদিকে কেকেআর প্রথম যাকে ধরে রাখবে সেই নাম যা থিঙ্কট্যাঙ্ক সিওর হয়ে গেল, সেটা হল আন্দ্রে রাসেল৷ Photo- File এদিকে কেকেআর সূত্রে একটা বড় খবর সামনে এসেছে যে নীতিশ রানাকে একটা অংশ চেয়েছিল অধিনায়ক হিসেবে৷ কারণ আইপিএল ২০২২ এ শ্রেয়স আইয়ারের চোট পাওয়ার কারণে নীতিশই অধিনায়কত্ব সামলেছিলেন৷ আর আইয়ার ফেরার পর নীতিশই সহ অধিনায়ক হয়েছিলেন৷ Photo- File কেকেআরের রিটেনশনকোনও সন্দেহ নেই যে কেকেআর সুনীল নারিনকে ধরে রাখবে কারণ আইপিএল ২০২৪ এ তিনি নাইট জার্সিতে অলরাউন্ড শো দিয়েছিলেন৷ হর্ষিত রানা এখনও আনক্যাপড প্লেয়ার ফলে তিনিও সম্ভবত এই ফ্রাঞ্চাইজিতেই থাকবেন৷ কেকেআর রমনদীপ সিং, সুয়াশ শর্মাকে ৪ কোটি দিয়ে ধরে রাখতে পারে৷ Photo- File