যে কোনও ম্যাচ চলাকালীন আবেগের বিস্ফোরণ সবসময়েই দেখা যায়৷ কেউ কাউকে জড়িয়ে ধরছে, কেউ আবার কাউকে তেড়ে যাচ্ছে৷ কিন্তু আবেগ কতটা সকলের সামনে দেখানো যায় তার একটা সীমা থাকা উচিত৷ আর সেটা যখন পেরিয়ে যায় তা সকলের চোখেই বাজেভাবে ধরা দেয়৷ সম্প্রতি এসআরএইচ বনাম এলএসজি ম্যাচ চলাকালীন কেএল রাহুলকে লখনউ সুপার জায়ন্টসের মালিক যেভাবে সকলের সামনে অপমান করেছেন তা নিয়ে একেবারে নিন্দার ঝড় উঠেছে৷ Photo- File

KKR Team News: শাহরুখের থেকে শিখুন! সঞ্জীব গোয়েঙ্কার আচরণে রেগে আগুন, সৌরভের সঙ্গে ঝামেলার সময়েও শাহরুখ যা করেননি!

যে কোনও ম্যাচ চলাকালীন আবেগের বিস্ফোরণ সবসময়েই দেখা যায়৷ কেউ কাউকে জড়িয়ে ধরছে, কেউ আবার কাউকে তেড়ে যাচ্ছে৷ কিন্তু আবেগ কতটা সকলের সামনে দেখানো যায় তার একটা সীমা থাকা উচিত৷ আর সেটা যখন পেরিয়ে যায় তা সকলের চোখেই বাজেভাবে ধরা দেয়৷ সম্প্রতি এসআরএইচ বনাম এলএসজি ম্যাচ চলাকালীন কেএল রাহুলকে লখনউ সুপার জায়ন্টসের মালিক যেভাবে সকলের সামনে অপমান করেছেন তা নিয়ে একেবারে নিন্দার ঝড় উঠেছে৷ Photo- File
যে কোনও ম্যাচ চলাকালীন আবেগের বিস্ফোরণ সবসময়েই দেখা যায়৷ কেউ কাউকে জড়িয়ে ধরছে, কেউ আবার কাউকে তেড়ে যাচ্ছে৷ কিন্তু আবেগ কতটা সকলের সামনে দেখানো যায় তার একটা সীমা থাকা উচিত৷ আর সেটা যখন পেরিয়ে যায় তা সকলের চোখেই বাজেভাবে ধরা দেয়৷ সম্প্রতি এসআরএইচ বনাম এলএসজি ম্যাচ চলাকালীন কেএল রাহুলকে লখনউ সুপার জায়ন্টসের মালিক যেভাবে সকলের সামনে অপমান করেছেন তা নিয়ে একেবারে নিন্দার ঝড় উঠেছে৷ Photo- File
মালিক তাঁর অধীনে কর্মরতদের পারফরম্যান্স নিয়ে কী আদৌ এভাবে জবাবদিহি চাইতে পারেন উঠছে সেই প্রশ্নও৷ আর সঞ্জীব গোয়েঙ্কা যেখানে প্রবল ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সেখানেই আরও এক মালিক কীভাবে তাঁর দলের স্টাফ ও ক্রিকেটারদের সুন্দর ব্যবহার করেন তার উদাহরণও উঠে আসছে৷ আর সেরা ভাল ব্যবহার করা মালিকের তালিকায় এখন জ্বলজ্বল করছেন শাহরুখ খান৷ Photo- Collected
মালিক তাঁর অধীনে কর্মরতদের পারফরম্যান্স নিয়ে কী আদৌ এভাবে জবাবদিহি চাইতে পারেন উঠছে সেই প্রশ্নও৷ আর সঞ্জীব গোয়েঙ্কা যেখানে প্রবল ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সেখানেই আরও এক মালিক কীভাবে তাঁর দলের স্টাফ ও ক্রিকেটারদের সুন্দর ব্যবহার করেন তার উদাহরণও উঠে আসছে৷ আর সেরা ভাল ব্যবহার করা মালিকের তালিকায় এখন জ্বলজ্বল করছেন শাহরুখ খান৷ Photo- Collected
গোয়েঙ্কা যেভাবে চিৎকার করে করে কেএল রাহুলের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাতে সারা দেশের ক্রিকেট ফ্যানরা কেএল রাহুলকে আবেদন করেছেন যে এত অসম্মান নিয়ে এলএসজিতে খেলার দরকার নেই৷ চুক্তি ভেঙে বেরিয়ে আসুন ভারতের তারকা ব্যাটার৷
গোয়েঙ্কা যেভাবে চিৎকার করে করে কেএল রাহুলের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাতে সারা দেশের ক্রিকেট ফ্যানরা কেএল রাহুলকে আবেদন করেছেন যে এত অসম্মান নিয়ে এলএসজিতে খেলার দরকার নেই৷ চুক্তি ভেঙে বেরিয়ে আসুন ভারতের তারকা ব্যাটার৷
এদিকে কেকেআরের শাহরুখ খান মাঠে নিজের ক্রিকেটার সঙ্গে কী রকম ব্যবহার করেন তার তুলনা আসছে৷ Photo- Collected
এদিকে কেকেআরের শাহরুখ খান মাঠে নিজের ক্রিকেটার সঙ্গে কী রকম ব্যবহার করেন তার তুলনা আসছে৷ Photo- Collected
শাহরুখ খান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আছেন সেই ২০০৮ থেকে৷ তাঁর দল ২ বার চ্যাম্পিয়ন হয়েছে একেবারে লিগ টেবলের শেষ দিকে থেকে দৌড় শেষ করেছে এমনও হয়েছে একাধিকবার৷ একাধিকবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি কেকেআর৷ তাতেও কী একবারও নিজের মেজাজ প্রকাশ্যে হারিয়েছেন শাহরুখ খান? সকলের সামনে কী করতে নেই তা ভাল করেই জানেন বাদশা৷ Photo- Collected
শাহরুখ খান ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আছেন সেই ২০০৮ থেকে৷ তাঁর দল ২ বার চ্যাম্পিয়ন হয়েছে একেবারে লিগ টেবলের শেষ দিকে থেকে দৌড় শেষ করেছে এমনও হয়েছে একাধিকবার৷ একাধিকবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি কেকেআর৷ তাতেও কী একবারও নিজের মেজাজ প্রকাশ্যে হারিয়েছেন শাহরুখ খান? সকলের সামনে কী করতে নেই তা ভাল করেই জানেন বাদশা৷ Photo- Collected
তিনি কেকেআর ছাড়াও Trinbago Knight Riders-র মালিক সিপিএলে, Los Angeles Knight Riders  মালিক মেজর লিগ ক্রিকেটে৷ একাধিক লিগে একাধিক দলের মালিক হওয়ার চাপও প্রচুর, কিন্তু তাও তিনি প্রতিটা ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটাদের সঙ্গেই অত্যন্ত পেশাদার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের৷ Photo- Collected
তিনি কেকেআর ছাড়াও Trinbago Knight Riders-র মালিক সিপিএলে, Los Angeles Knight Riders  মালিক মেজর লিগ ক্রিকেটে৷ একাধিক লিগে একাধিক দলের মালিক হওয়ার চাপও প্রচুর, কিন্তু তাও তিনি প্রতিটা ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটাদের সঙ্গেই অত্যন্ত পেশাদার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের৷ Photo- Collected
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কেকেআর অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ছিলেন তখন নাইট রাইডার্স সেভাবে পারফরম্যান্স দিতে পারত না৷ তখন তাঁর সঙ্গে শাহরুখের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনীতির শিকার হয়েছিলেন দাদা, কিন্তু সে ঝামেলার কোনও ভিজুয়াল ডিসপ্লে কোনও কেউ দেখেনি৷ Photo- Collected
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কেকেআর অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ছিলেন তখন নাইট রাইডার্স সেভাবে পারফরম্যান্স দিতে পারত না৷ তখন তাঁর সঙ্গে শাহরুখের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রাজনীতির শিকার হয়েছিলেন দাদা, কিন্তু সে ঝামেলার কোনও ভিজুয়াল ডিসপ্লে কোনও কেউ দেখেনি৷ Photo- Collected
এদিকে এবারের পঞ্জাব কিংস যখন  কেকেআরের করা ২৬১ রান তাড়া করে দিয়েছিল৷ তখনও কিন্ত শাহরুখ খান কোনও অপ্রিয় কথা বলেননি এবং বোলারদের পাশে দাঁড়িয়েছিলেন৷ বরং ম্যাচ হয়ে যাওয়ার পরের দিন তিনি বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন৷ বরুণ চক্রবর্তী জানিয়েছেন শাহরুখ খান সব সময়েই প্লেয়ারদের মোটিভেট করেন৷ Photo- Collected
এদিকে এবারের পঞ্জাব কিংস যখন  কেকেআরের করা ২৬১ রান তাড়া করে দিয়েছিল৷ তখনও কিন্ত শাহরুখ খান কোনও অপ্রিয় কথা বলেননি এবং বোলারদের পাশে দাঁড়িয়েছিলেন৷ বরং ম্যাচ হয়ে যাওয়ার পরের দিন তিনি বোলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন৷ বরুণ চক্রবর্তী জানিয়েছেন শাহরুখ খান সব সময়েই প্লেয়ারদের মোটিভেট করেন৷ Photo- Collected