শ্রেয়স আইয়ার যখন টিমকে শিরোপা জিতিয়েছিলেন সেই  সময়ে দলের মেন্ট ছিলেন গৌতম গম্ভীর৷ এটা কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি ছিল৷ গম্ভীর এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে ২০১২, ২০১৪তে দলকে আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন৷

KKR News: কেকেআর অধিনায়ক হওয়ার দৌড়ে জোর টক্কর! তালিকায় দলেরই ৩ প্লেয়ার! জানুন বিস্তারিত

আইপিএল ২০২৫ মরশুমে কি নতুন অধিনায়কের অধীনে খেলতে দেখা যাবে কেকেআরকে? আইপিএলের রিটেনশন তালিকা ও মেগা নিলামের আগে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। কারণ শ্রেয়স আইয়ার কেকেআরের থাকবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
আইপিএল ২০২৫ মরশুমে কি নতুন অধিনায়কের অধীনে খেলতে দেখা যাবে কেকেআরকে? আইপিএলের রিটেনশন তালিকা ও মেগা নিলামের আগে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। কারণ শ্রেয়স আইয়ার কেকেআরের থাকবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
বিগত কয়েক দিন ধরেই শ্রেয়স আইয়ারের কেকেআর ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। শ্রেয়সের কাছে নাকি অন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মোটা টাকার অফারও রয়েছে। একান্তই যদি শ্রেয়স না থাকে, তাহলে কে হবে কেকেআরের নতুন অধিনায়ক। সেই দৌড়ে রয়েছে দলেরই ৩ জন।
বিগত কয়েক দিন ধরেই শ্রেয়স আইয়ারের কেকেআর ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। শ্রেয়সের কাছে নাকি অন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মোটা টাকার অফারও রয়েছে। একান্তই যদি শ্রেয়স না থাকে, তাহলে কে হবে কেকেআরের নতুন অধিনায়ক। সেই দৌড়ে রয়েছে দলেরই ৩ জন।
আন্দ্রে রাসেল: শ্রেয়স আইয়ার না থাকলে আন্দ্রে রাসেলকেই প্রথম পছন্দ হিসেবে ধরে রাখবে কেকেআর। প্রায় এক যুগ ধরে নাইটদের সার্ভিস দিচ্ছেন রাসেল। দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে কার্যকরী। অভিজ্ঞতার দিক থেকেও নতুন করে কিছু বলার নেই।
আন্দ্রে রাসেল: শ্রেয়স আইয়ার না থাকলে আন্দ্রে রাসেলকেই প্রথম পছন্দ হিসেবে ধরে রাখবে কেকেআর। প্রায় এক যুগ ধরে নাইটদের সার্ভিস দিচ্ছেন রাসেল। দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে কার্যকরী। অভিজ্ঞতার দিক থেকেও নতুন করে কিছু বলার নেই।
সুনীল নারিন: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে অপর একজন হলেন সুনীল নারিন। কেকেআরের ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবথেকে বেশি অবদান যদি কারও থেকে তিনি সুনীল নারিন। গতবারও প্রতিযোগিতার সেরা প্লেয়ার হয়েছেন ক্যারিবিয়ান তারকা। অন্যান্য লিগে অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে নারিনের।
সুনীল নারিন: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে অপর একজন হলেন সুনীল নারিন। কেকেআরের ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবথেকে বেশি অবদান যদি কারও থেকে তিনি সুনীল নারিন। গতবারও প্রতিযোগিতার সেরা প্লেয়ার হয়েছেন ক্যারিবিয়ান তারকা। অন্যান্য লিগে অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে নারিনের।
রিঙ্কু সিং: বিগত দুই মরশুমে রিঙ্কু সিং কেকেআরের হয়ে একাধিকবার প্রমণ করেছেন চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়া বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। এছাড়া ম্যাচ রিডিং করার ক্ষমতা থেকে সকল প্লেয়ারদের সঙ্গে ভাল সম্পর্ক রিঙ্কুর। ভবিষ্যতের লম্বা সময়ের কথা ভাবলে রিঙ্কুর থেকে ভাল অপশন নেই।
রিঙ্কু সিং: বিগত দুই মরশুমে রিঙ্কু সিং কেকেআরের হয়ে একাধিকবার প্রমণ করেছেন চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়া বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। এছাড়া ম্যাচ রিডিং করার ক্ষমতা থেকে সকল প্লেয়ারদের সঙ্গে ভাল সম্পর্ক রিঙ্কুর। ভবিষ্যতের লম্বা সময়ের কথা ভাবলে রিঙ্কুর থেকে ভাল অপশন নেই।