KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

ঘরের মাঠে ফিরতেই ফের অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর। আর নাইটদের জয়ে বড় ভূমিকা নিলেন ফিল সল্ট। (Photo Courtesy- KKR X)
ঘরের মাঠে ফিরতেই ফের অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর। আর নাইটদের জয়ে বড় ভূমিকা নিলেন ফিল সল্ট। (Photo Courtesy- KKR X)
আইপিএল ২০২৪ নিলামেও ফিল সল্ট ছিলেন না কেকেআরের সদস্য। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নেন। সেই জায়গায় ফিল সল্টকে দলে নেয় কেকেআর।  (Photo Courtesy- KKR X)
আইপিএল ২০২৪ নিলামেও ফিল সল্ট ছিলেন না কেকেআরের সদস্য। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নেন। সেই জায়গায় ফিল সল্টকে দলে নেয় কেকেআর। (Photo Courtesy- KKR X)
দলে নিলেও প্রথম দিকে তিনিই যে এবার কেকেআরের ওপেনিংয়ের দায়িত্বে থাকবে তাও নিশ্চিত ছিল না। প্রাথমিকভাবে ঠিক ছিল আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজই কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন।  (Photo Courtesy- KKR X)
দলে নিলেও প্রথম দিকে তিনিই যে এবার কেকেআরের ওপেনিংয়ের দায়িত্বে থাকবে তাও নিশ্চিত ছিল না। প্রাথমিকভাবে ঠিক ছিল আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজই কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন। (Photo Courtesy- KKR X)
কিন্তু অনুশীলনে সল্টকে দেখে মনে ধরে যায় গৌতম গম্ভীরের। এছাড়া ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে শতরান করেই আইপিএলে এসেছিলেন সল্ট। সূত্রের খবর, সবদিক বিচার করে গম্ভীরই ওপেনার হিসেনে সল্টকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন।  (Photo Courtesy- KKR X)
কিন্তু অনুশীলনে সল্টকে দেখে মনে ধরে যায় গৌতম গম্ভীরের। এছাড়া ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০-তে শতরান করেই আইপিএলে এসেছিলেন সল্ট। সূত্রের খবর, সবদিক বিচার করে গম্ভীরই ওপেনার হিসেনে সল্টকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। (Photo Courtesy- KKR X)
আর সেই সল্টই এখন একার হাতে ম্যাচ জেতাচ্ছেন কেকেআরকে। সানরাইজার্সের বিরুদ্ধে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছিলেন। মাঝে দুটি ম্যাচ খুব একটা ভাল যায়নি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেললেন ম্যাচ উইনিং ইনিংস।   (Photo Courtesy- KKR X)
আর সেই সল্টই এখন একার হাতে ম্যাচ জেতাচ্ছেন কেকেআরকে। সানরাইজার্সের বিরুদ্ধে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছিলেন। মাঝে দুটি ম্যাচ খুব একটা ভাল যায়নি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেললেন ম্যাচ উইনিং ইনিংস। (Photo Courtesy- KKR X)
এলএসজির বিরুদ্ধে ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ১৪টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। একইসঙ্গে বুঝিয়ে দিলেন শুধু রাসেল, রিঙ্কু, নারিন নয়, কেকেআরের ম্যাচ উইনার তিনিও।   (Photo Courtesy- KKR X)
এলএসজির বিরুদ্ধে ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ১৪টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। একইসঙ্গে বুঝিয়ে দিলেন শুধু রাসেল, রিঙ্কু, নারিন নয়, কেকেআরের ম্যাচ উইনার তিনিও। (Photo Courtesy- KKR X)