IPL 2022: নাটকের চূড়ান্ত, একবার-দুবার নয় তিনবার নাটক হল অজিঙ্ক রাহানের আউট নিয়ে

#মুম্বই: হঠাৎ কী হল? কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে পাহাড়প্রমাণ ২১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেকেআরের অজিঙ্ক রাহানে ভরপুর নাটকের মুখে পড়লেন৷ এদিন কেকেআরের হয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে (Ajinkay Rahane ) এবং ভেঙ্কটেশ আইয়ার৷ ইংরাজিতে জনপ্রিয় প্রবাদ এ ক্যাট হ্যাজ নাইন লাইভস- অর্থাৎ একটা বেড়ালের ৯টি জীবন থাকে৷ এদিন কার্যত অনেকটা সেরকমই প্রমাণিত হল অজিঙ্ক রাহানের জন্য৷ তিনি ৩ বার বাঁচলেন৷

দিল্লি ক্যাপিটাল্সের বোলার মুস্তাফিজুর রহমান বল হাতে আক্রমণ শানাচ্ছিলেন৷ রাহানেকে কট বিহাইন্ড আউট দেওয়া হয়৷ কিন্তু অজিঙ্ক রাহানে ডিআরএসের সাহায্য নেন৷ ব্যাটের কাছ ঘেঁষে কোনও আলট্রাএজের লেশমাত্র ছিল না৷

আরও পড়ুন – IPL 2022: বিন্দাস ব্যাটিং করতে গিয়ে হাত থেকে ব্যাটই উড়ে গেল ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও

এর পরের বলেই ফের এলবিডাব্লু-র আবেদন হয়৷ ফের ডিআরএস নেন অজিঙ্ক রাহানে৷ ডিআরএসে পরিষ্কার দেখা যায় পরিষ্কার ইনসাইড এজ রয়েছে৷ রাহানে ফের প্রাণ পান৷

আরও পড়ুন – মাঠে হতশ্রী হাল ধোনির, এক্স গার্লফ্রেন্ড অবশ্য থোড়াই কেয়ার, মলদ্বীপ মাতাচ্ছেন রাই লক্ষ্মী

এরপর তিন নম্বর বলে নিজের শরীর থেকে ড্রাইভ করে দিতে চেয়েছিলেন অজিঙ্ক রাহানে৷ কিন্তু তিনি বিট হন এবং বল সরে যায়৷ কিন্তু পরে দেখা যায় এই বলে তাঁর আউটসাইড এজ ছিল৷ কিন্তু আগের দুটি বলে আউট করে ডিআরএসে প্রাণ ফিরে পাওয়া অজিঙ্ক রাহানেকে এই বলে আর কোনও আবেদন করেননি দিল্লি ক্যাপিটাল্স বোলাররা৷ সকলেই বলতে পারেন রাহানে খুবই ভাগ্যবান ছিলেন৷

দিল্লি কোচ রিকি পন্টিং দেখাচ্ছিলেন কেন ঋষভ পন্থ কোনও রিভিউ নিলেন না, তখন তিনি বলেন তিনি কোচের থেকে কিছু শুনতে পাননি৷

নিশ্চিতভাবেই মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এ একেবারে ভরপুুর নাটকে ভরা একটা ওভার ছিল৷ যাতে তিনবার অজিঙ্ক রাহানে প্রাণ ভিক্ষা পান৷