Birbhum News: দু’টো বাড়ি, ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা! শীতলকুচি কাণ্ডের সেই দেবাশিস এখন ‘কেষ্টভূমে’র প্রার্থী, তাঁর মোট সম্পত্তি কত জানেন?

বীরভূম: বীরভূম লোকসভা কেন্দ্রর বিজেপির মনোনীত প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচি কাণ্ডের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিলেন তিনি৷ তবে সিউড়ি ও বোলপুরের সঙ্গেও তাঁর রয়েছে ভাল যোগাযোগ। এর কারণ তিনি আগে ২০০৬ সালে কর্মসূত্রে সিউড়ি ও বোলপুরে ছিলেন। প্রসঙ্গত, বিজেপির প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর সোমবার তিনি বীরভূম জেলাশাসকের দফতরে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে হলফনামা জমা দেন।

সেই হলফনামা থেকেই তাঁর স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব পাওয়ার পাশাপাশি পাওয়া যায় তাঁর শিক্ষাগত কতটা যোগ্যতা। চলুন জেনে নেওয়া যাক সেই সকল তথ্য। প্রাক্তন আইপিএস অফিসার তথা বীরভূম জেলা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১০ লক্ষ ৩৮ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৯ হাজার ৩২৮ টাকা। পরবর্তী, অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তিনি রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৮ হাজার ৩৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগারের পরিমাণ ৮ লক্ষ ৮৯ হাজার ৫৩১ টাকা এবং ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর রোজগার হয়েছে ২৫ লক্ষ ৬৮ হাজার ৪১১ টাকা।

দেবাশিস ধরের মোট ৪টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও, তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তাঁর নামে ৭০ গ্রাম ২২ ক্যারেট সোনার অলঙ্কার রয়েছে। নগদ, সেভিংস, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, আর এই সমস্ত কিছু মিলিয়ে তাঁর কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৮৫ লক্ষ ২৪ হাজার ৩৩৮.৩৩ টাকা।

আরও পড়ুন: ২৫ হাজার চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে SSC! হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়ের

এখন যদি স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নিজের নামে কোথাও কোনওরকম চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি নেই। তবে তার নামে রয়েছে দু’টি বাড়ি। ওই দু’টি বাড়ির দাম হিসাবে দেবাশিস ধরের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর নামে কোনও লোন নেই বলেই হলফনামায় দাবি করা হয়েছে।

আরও পড়ুন: যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে, অভিযোগ খারিজ করে জানালেন এসএসসি চেয়ারম্যান

এছাড়াও, তাঁর নামে কোনও যানবাহন নেই৷ এমনটাই জানা যাচ্ছে তাঁর হলফনামা থেকে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর একজন প্রাক্তন আইপিএস অফিসার। এক্ষেত্রে, অনেকের মধ্যেই তাঁকে নিয়ে যে সকল কৌতূহল রয়েছে তাঁর মধ্যে অন্যতম হল তাঁর শিক্ষাগত যোগ্যতা। হলফনামায় তিনি জানিয়েছেন, ১৯৯৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ফিজিক্সে স্নাতক হন। এই সমস্ত তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

সৌভিক রায়