Kalipuja 2024: মল্লেশ্বর কালীবাড়ি ঘিরে রয়েছে মনোগ্রাহী অজানা গাঁথা! জেনে নিন

বাঁকুড়ার মল্লেশ্বর কালীবাড়ি। প্রায় ৩০০ বছর আগে খাতড়ার মসক পাহাড় থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে বাঁকুড়ার জঙ্গলভর্তি শ্মশানে পৌঁছন সাধক হরিহর বাবা। খড়ের চালা পর্ণ কুটিরে পঞ্চমুন্ডির আসন স্থাপন করে সাধনা শুরু। পরবর্তীকালে স্থাপনা করা হয় মল্লেশ্বরী কালী মূর্তির। দীপান্বিতা অমাবস্যায় শাক্তমতে পূজা। প্রচুর মানুষ ভীড় জমায় মল্লেশ্বর কালীবাড়ির পুজো দেখতে।