Animals that can see with eyes closed

Knowledge Story: আছে ‘বিশেষ’ ক্ষমতা, চোখ বন্ধ করেই সব ‘দেখতে’ পায় এই প্রাণী? নাম জানলে চমকে যাবেন

চোখ খুললে আমরা দেখতে পাই, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা চোখ বন্ধ করেও 'দেখতে পায়'। আদতে এই প্রাণীদের 'সেনসরি মেকানিজম' খুব-ই উন্নত, তারা চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারে আশপাশে কী ঘটছে। কোন কোন প্রাণী চোখ বন্ধ করে 'দেখতে পায়' বলুন তো?
চোখ খুললে আমরা দেখতে পাই, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা চোখ বন্ধ করেও ‘দেখতে পায়’। আদতে এই প্রাণীদের ‘সেনসরি মেকানিজম’ খুব-ই উন্নত, তারা চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারে আশপাশে কী ঘটছে। কোন কোন প্রাণী চোখ বন্ধ করে ‘দেখতে পায়’ বলুন তো?
সিল মাছ-- চোখ বন্ধ থাকলেও অন্য বস্তুর গতিবিধি বুঝতে পারে সিল, কীভাবে জানেন? গোঁফের সাহায্যে।
সিল মাছ– চোখ বন্ধ থাকলেও অন্য বস্তুর গতিবিধি বুঝতে পারে সিল, কীভাবে জানেন? গোঁফের সাহায্যে।
হাতি-- হাতির দৃষ্টিশক্তি মারাত্মক প্রখর। কিন্তু চোখ বন্ধ থাকলেও শুঁড় এবং পায়ের সাহায্যে অন্য বস্তুর গতিবিধি ঠাহর করতে পারে হাতি, বুঝতে পারে আশপাশে কী হচ্ছে।
হাতি– হাতির দৃষ্টিশক্তি মারাত্মক প্রখর। কিন্তু চোখ বন্ধ থাকলেও শুঁড় এবং পায়ের সাহায্যে অন্য বস্তুর গতিবিধি ঠাহর করতে পারে হাতি, বুঝতে পারে আশপাশে কী হচ্ছে।
বাদুড়-- চোখ বন্ধ করে 'দেখতে' পায় বাদুর। কীভাবে? ডানার কম্পন ও প্রতিধ্বনির উপর নির্ভর করে। বাদুর আল্ট্রাসোনিক আওয়াজ উৎপন্ন করে যা কোন-ও বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, সেই কম্পন থেকেই বাদুড় সম্পূর্ণ অন্ধকারে রাস্তা খুঁজে পায় এবং শিকার করে।
বাদুড়– চোখ বন্ধ করে ‘দেখতে’ পায় বাদুর। কীভাবে? ডানার কম্পন ও প্রতিধ্বনির উপর নির্ভর করে। বাদুর আল্ট্রাসোনিক আওয়াজ উৎপন্ন করে যা কোন-ও বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, সেই কম্পন থেকেই বাদুড় সম্পূর্ণ অন্ধকারে রাস্তা খুঁজে পায় এবং শিকার করে।
ডলফিন-- ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা রয়েছে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই কম্পনের অনুভূতির সাহায্যে আঁচ করতে পারে আশপাশে কী ঘটছে, বুঝতে পারে পার্শ্ববর্তী বস্তুর গতিবিধি।
ডলফিন– ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা রয়েছে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই কম্পনের অনুভূতির সাহায্যে আঁচ করতে পারে আশপাশে কী ঘটছে, বুঝতে পারে পার্শ্ববর্তী বস্তুর গতিবিধি।
পিট ভাইপার-- র‍্যাটল স্নেক-এর মত পিট ভাইপার সাপের-ও 'হিট-সেনসিং পিট অর্গ্যান' রয়েছে। এই অঙ্গটির সাহায্যে পিট ভাইপার সম্পূর্ণ অন্ধকারে চোখ বন্ধ অবস্থাতেই আশপাশের উষ্ণ রক্তের প্রাণী আছে কী না বুঝতে পারে এবং শিকার করে।

পিট ভাইপার– র‍্যাটল স্নেক-এর মত পিট ভাইপার সাপের-ও ‘হিট-সেনসিং পিট অর্গ্যান’ রয়েছে। এই অঙ্গটির সাহায্যে পিট ভাইপার সম্পূর্ণ অন্ধকারে চোখ বন্ধ অবস্থাতেই আশপাশের উষ্ণ রক্তের প্রাণী আছে কী না বুঝতে পারে এবং শিকার করে।
পেঁচা-- চোখ বন্ধ অবস্থাতেই আওয়াজের কম্পনের মাধ্যমে শিকারের গতিবিধি বুঝতে পারে পেঁচা।

পেঁচা– চোখ বন্ধ অবস্থাতেই আওয়াজের কম্পনের মাধ্যমে শিকারের গতিবিধি বুঝতে পারে পেঁচা।