সাপ কি সত্যিই দুধ খায়?

Knowledge Story: সাপ কি সত্যিই দুধ খায়? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম! আসল সত্যিটা জানলে চমকে যাবেন

'দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি'- এই প্রবাদটি বহু বছর ধরে বাংলায় প্রচলিত৷ সাপ বাটি থেকে দুধ খাচ্ছে এমনটা শুধু ছবিতেই নয়, বাস্তবেও কিছু মানুষ সাপকে দুধ খাওয়ান। নাগপঞ্চমী, শিবরাত্রি দিনগুলিতে এই ধরনের দৃশ্য দেখা যায়৷
‘দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি’- এই প্রবাদটি বহু বছর ধরে বাংলায় প্রচলিত৷ সাপ বাটি থেকে দুধ খাচ্ছে এমনটা শুধু ছবিতেই নয়, বাস্তবেও কিছু মানুষ সাপকে দুধ খাওয়ান। নাগপঞ্চমী, শিবরাত্রি দিনগুলিতে এই ধরনের দৃশ্য দেখা যায়৷
 সাপ কি সত্যিই দুধ পান করে? এটা নিয়ে নানা প্রশ্ন আছে৷ এমনকী সাপকে দুধ খাওয়ানো নিয়ে নানা মতামত রয়েছে৷ এই কারণেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সাপ দুধ পান করে।
সাপ কি সত্যিই দুধ পান করে? এটা নিয়ে নানা প্রশ্ন আছে৷ এমনকী সাপকে দুধ খাওয়ানো নিয়ে নানা মতামত রয়েছে৷ এই কারণেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে সাপ দুধ পান করে।
তবে বিজ্ঞান এটাকে ভুল বলে মনে করে। জীববিজ্ঞানীরা বলেন, সাপ দুধ পান করে না। হ্যাঁ, বিজ্ঞানের মতে, সাপ সরীসৃপ শ্রেণীর একটি মাংসাশী প্রাণী। সাপ জল খায় কিন্তু দুধ খায় না৷ সাপ ব্যাঙ, ইঁদুর, বিভিন্ন পাখির ডিম এবং অন্যান্য প্রাণীর মাংস খায়, কিন্তু স্বেচ্ছায় দুধ পান করে না।
তবে বিজ্ঞান এটাকে ভুল বলে মনে করে। জীববিজ্ঞানীরা বলেন, সাপ দুধ পান করে না। হ্যাঁ, বিজ্ঞানের মতে, সাপ সরীসৃপ শ্রেণীর একটি মাংসাশী প্রাণী। সাপ জল খায় কিন্তু দুধ খায় না৷ সাপ ব্যাঙ, ইঁদুর, বিভিন্ন পাখির ডিম এবং অন্যান্য প্রাণীর মাংস খায়, কিন্তু স্বেচ্ছায় দুধ পান করে না।
সাপ কখনওই দুধ হজম করতে পারে না৷ কারণ সাপের পাকস্থলিতে হজমের জন্য যেটা দরকার সেটা কখনওই তৈরি হয় না৷ তবে সাপুড়েরা যখন খেলা দেখান, সেখানে দেখা যায় তাঁদের সাপ দুধ খাচ্ছে, সেটা কী আদৌ সম্ভব?
সাপ কখনওই দুধ হজম করতে পারে না৷ কারণ সাপের পাকস্থলিতে হজমের জন্য যেটা দরকার সেটা কখনওই তৈরি হয় না৷ তবে সাপুড়েরা যখন খেলা দেখান, সেখানে দেখা যায় তাঁদের সাপ দুধ খাচ্ছে, সেটা কী আদৌ সম্ভব?
মধ্যপ্রদেশের ইন্দোর চিড়িয়াখানার কিউরেটর নিহার পারুলেকার বলেছেন যে,তাদের পোষা সাপগুলিকে দীর্ঘদন জল না খাইয়ে রাখা হয়৷ তখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সাপ যে কোনও তরল পদার্থ পেলেই তা পান করে। তখন এই দুধ সাপের ফুসফুসে প্রবেশ করে এবং নিউমোনিয়া হয়। এমন অবস্থায় সাপ মারা যায়।
মধ্যপ্রদেশের ইন্দোর চিড়িয়াখানার কিউরেটর নিহার পারুলেকার বলেছেন যে,তাদের পোষা সাপগুলিকে দীর্ঘদন জল না খাইয়ে রাখা হয়৷ তখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সাপ যে কোনও তরল পদার্থ পেলেই তা পান করে। তখন এই দুধ সাপের ফুসফুসে প্রবেশ করে এবং নিউমোনিয়া হয়। এমন অবস্থায় সাপ মারা যায়।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ক্ষুধার্ত থাকার পর সাপটি যা কিছু পায় তা-ই খায় এমনকী দুধও খেয়ে ফেলে এবং মারা যায়। কারণ এই দুধ সাপের জন্য বিষের সমান।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ক্ষুধার্ত থাকার পর সাপটি যা কিছু পায় তা-ই খায় এমনকী দুধও খেয়ে ফেলে এবং মারা যায়। কারণ এই দুধ সাপের জন্য বিষের সমান।