বর্ষায় গ্রামে এই ৪ সাপ থেকে খুব সাবধান!

Dangerous Snake In Monsoon: বর্ষায় এই ৪ সাপ থেকে খুব সাবধান! ছোবল দিলেই সর্বনাশ? জেনে নিন বিস্তারিত

শীতকালে তুলনায় কম থাকে। কিন্তু গরম কাল ও বর্ষাকালে গ্রাম বাংলায় বাড়ে সাপের উপদ্রব। বাড়িতে সাপ ঢোকার ঘটনা বা কামড়ানোর ঘটনাও শোনা যায়। যার ফলে সাপ নিয়ে গ্রাম বাংলায় একটা আতঙ্ক থেকেই যায়। (প্রতীকী ছবি)
শীতকালে তুলনায় কম থাকে। কিন্তু গরম কাল ও বর্ষাকালে গ্রাম বাংলায় বাড়ে সাপের উপদ্রব। বাড়িতে সাপ ঢোকার ঘটনা বা কামড়ানোর ঘটনাও শোনা যায়। যার ফলে সাপ নিয়ে গ্রাম বাংলায় একটা আতঙ্ক থেকেই যায়। (প্রতীকী ছবি)
গ্রাম বাংলায় একাধিক প্রজাতির সাপ রয়েছে। যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব সাপের কামড়ে মানুষের প্রাণনাশের সম্ভাবনা কম। তবে বাংলায় এমন ৪ সাপ রয়েছে যারা ছোবল দিলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। (প্রতীকী ছবি)
গ্রাম বাংলায় একাধিক প্রজাতির সাপ রয়েছে। যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব সাপের কামড়ে মানুষের প্রাণনাশের সম্ভাবনা কম। তবে বাংলায় এমন ৪ সাপ রয়েছে যারা ছোবল দিলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। (প্রতীকী ছবি)
এক সাক্ষাৎকারে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার বলেছিলেন কোন কোন সাপ ছোবল দিলে তা মারাত্মক হতে পারে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে প্রাণনাশও হতে পারে। একইসঙ্গে কী করণীয় এই সাপ কামড়ালে তাও জানিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক। (প্রতীকী ছবি)
এক সাক্ষাৎকারে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার বলেছিলেন কোন কোন সাপ ছোবল দিলে তা মারাত্মক হতে পারে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে প্রাণনাশও হতে পারে। একইসঙ্গে কী করণীয় এই সাপ কামড়ালে তাও জানিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক। (প্রতীকী ছবি)
গ্রাম বাংলায় বর্ষায় মূলত চার ধরনের বিষধর সাপ রয়েছে যেগুলির ছোবল ভয়ঙ্কর হতে পারে। সেই তালিকায় রয়েছে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া ও কালাচ বা কালচিতি সাপ। এমনিতেই এই সাপের নাম শুনেলে আতঙ্কে কেঁপে ওঠেন সাধারণ মানুষ। (প্রতীকী ছবি)
গ্রাম বাংলায় বর্ষায় মূলত চার ধরনের বিষধর সাপ রয়েছে যেগুলির ছোবল ভয়ঙ্কর হতে পারে। সেই তালিকায় রয়েছে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া ও কালাচ বা কালচিতি সাপ। এমনিতেই এই সাপের নাম শুনেলে আতঙ্কে কেঁপে ওঠেন সাধারণ মানুষ। (প্রতীকী ছবি)
গোখরো বা কেউটের কামড় বুঝতে সাধারণত কোনও অসুবিধা হয় না। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ হয়। তবে কালাচের কামড় বোঝা যায় না। কালাচ অজান্তে বিষ ঢালে। গলা ব্যথা বা পেটে ব্যাথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ হয়। (প্রতীকী ছবি)
গোখরো বা কেউটের কামড় বুঝতে সাধারণত কোনও অসুবিধা হয় না। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ হয়। তবে কালাচের কামড় বোঝা যায় না। কালাচ অজান্তে বিষ ঢালে। গলা ব্যথা বা পেটে ব্যাথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ হয়। (প্রতীকী ছবি)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে মনে হয়, কাঁটা ফুটেছে। কিন্তু সেই জায়গায় জ্বালা বা ফুলে আসার অনুভূতি হয়।চন্দ্রবোড়া সাপের কামড়ে নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। পরে প্রস্রাবের সঙ্গেও রক্ত পড়ে। (প্রতীকী ছবি)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে মনে হয়, কাঁটা ফুটেছে। কিন্তু সেই জায়গায় জ্বালা বা ফুলে আসার অনুভূতি হয়।চন্দ্রবোড়া সাপের কামড়ে নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। পরে প্রস্রাবের সঙ্গেও রক্ত পড়ে। (প্রতীকী ছবি)
কোন ধরনের সাপ কামড়েছে, চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় বলেই জানিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক। কী সাপ কামড়েছে, তা জানা না থাকলেও চিকিৎসা করা যায়। সাপে কামড়ের পর যে লক্ষণগুলি দেখা দেয়, তার ভিত্তিতেই চিকিৎসা হয়। (প্রতীকী ছবি)
কোন ধরনের সাপ কামড়েছে, চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় বলেই জানিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক। কী সাপ কামড়েছে, তা জানা না থাকলেও চিকিৎসা করা যায়। সাপে কামড়ের পর যে লক্ষণগুলি দেখা দেয়, তার ভিত্তিতেই চিকিৎসা হয়। (প্রতীকী ছবি)
সাপ কাওকে ছোঁবল দিলে কী করতে হবে? রোগীকে হাঁটাচলা বা নড়াচড়া করতে দেওয়া যাবে না। তাহলে দ্রুত বিষ ছড়াবে না। রোগীকে সাহস যোগাতে হবে। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। (প্রতীকী ছবি)
সাপ কাওকে ছোঁবল দিলে কী করতে হবে? রোগীকে হাঁটাচলা বা নড়াচড়া করতে দেওয়া যাবে না। তাহলে দ্রুত বিষ ছড়াবে না। রোগীকে সাহস যোগাতে হবে। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। (প্রতীকী ছবি)
যে কাজগুলি সাপ কামড়ানোর পর রোগীর সঙ্গে করার দরকার নেই সেগুলি হল, হাতে-পায়ে বাঁধন দেওয়ার দরকার নেই। এতে কোনও লাভ হয় না। ক্ষতস্থান চিরে বা চুষে বিষ বের করা যায় না। কোনওভাবেই ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করা যাবে না। (প্রতীকী ছবি)
যে কাজগুলি সাপ কামড়ানোর পর রোগীর সঙ্গে করার দরকার নেই সেগুলি হল, হাতে-পায়ে বাঁধন দেওয়ার দরকার নেই। এতে কোনও লাভ হয় না। ক্ষতস্থান চিরে বা চুষে বিষ বের করা যায় না। কোনওভাবেই ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করা যাবে না। (প্রতীকী ছবি)
বাড়িতে সাপ প্রবেশ আটকাতে হলে সবথেকে ভাল উপায় হল কার্বলিক অ্যাসিড রাখা। এছাড়া বাড়িতে ধানোর গোলা থাকলে তা পরিষ্কার রাখতে হবে। কোনওভাবে ইঁদূরের উপদ্রব রাখা যাবে না বাড়িতে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। (প্রতীকী ছবি)
বাড়িতে সাপ প্রবেশ আটকাতে হলে সবথেকে ভাল উপায় হল কার্বলিক অ্যাসিড রাখা। এছাড়া বাড়িতে ধানোর গোলা থাকলে তা পরিষ্কার রাখতে হবে। কোনওভাবে ইঁদূরের উপদ্রব রাখা যাবে না বাড়িতে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। (প্রতীকী ছবি)