বলুন তো, কোন দেশে মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা যায়?

Knowledge Story: বলুন তো, কোন দেশে মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা যায়? যা এখনও বর্তমান

এ বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে বিস্ময় তৈরি করে। এমন অনেক বিষয এ বিশ্বে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা। ঠিক তেমনই এ বিশ্বে এমন একটি টেলিফোন বুথ রয়েছে যেখানে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়।
এ বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে বিস্ময় তৈরি করে। এমন অনেক বিষয এ বিশ্বে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা। ঠিক তেমনই এ বিশ্বে এমন একটি টেলিফোন বুথ রয়েছে যেখানে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়।
মৃত মানুষের সঙ্গে কথা বলার টেলিফোন বুথ রয়েছে জাপানে। জাপানের ছোট একটি গ্রাম হল ওতসুচি। সেখানেই রয়েছে এই অদ্ভূত টেলিফোন বুথ। সেখানেই নাকি বছরের  পর বছর মানুষ লাইন দিয়ে হারানে প্রিয়জনদের বলে থাকেন না বলা কথা।
মৃত মানুষের সঙ্গে কথা বলার টেলিফোন বুথ রয়েছে জাপানে। জাপানের ছোট একটি গ্রাম হল ওতসুচি। সেখানেই রয়েছে এই অদ্ভূত টেলিফোন বুথ। সেখানেই নাকি বছরের পর বছর মানুষ লাইন দিয়ে হারানে প্রিয়জনদের বলে থাকেন না বলা কথা।
কাঁচের তৈরি টেলিফোন বুথে রয়ছে আদ্যিকালের কালো রঙের এক টেলিফোন। পাক দিয়ে নেমে এসেছে রিসিভারের তার। সামনে নোটবই। সোনালী রঙের ডায়ালে বহু বহু ব্যবহারের দাগ স্পষ্ট। এখানেই এপারের লোকেরা কথা বলেন ওপারের লোকেদের সঙ্গে।
কাঁচের তৈরি টেলিফোন বুথে রয়ছে আদ্যিকালের কালো রঙের এক টেলিফোন। পাক দিয়ে নেমে এসেছে রিসিভারের তার। সামনে নোটবই। সোনালী রঙের ডায়ালে বহু বহু ব্যবহারের দাগ স্পষ্ট। এখানেই এপারের লোকেরা কথা বলেন ওপারের লোকেদের সঙ্গে।
জাপানের ওতসুচি শহরের বাগান নকশাকার ইতারু সাসাকি ২০১০ সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুথ তৈরি করেন। যাকে ইতারু বলছেন ‘উইন্ড ফোন’। বাতাসে (উইন্ড) ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে, এমন ধারণা থেকেই এই নামকরণ।
জাপানের ওতসুচি শহরের বাগান নকশাকার ইতারু সাসাকি ২০১০ সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুথ তৈরি করেন। যাকে ইতারু বলছেন ‘উইন্ড ফোন’। বাতাসে (উইন্ড) ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে, এমন ধারণা থেকেই এই নামকরণ।
২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে জাপানের তোহোকু শহরে প্রাণ হারায় প্রায় ১৫ হাজার মানুষ, তখন থেকেই জনপ্রিয়তা পায় উইন্ড ফোন। হাজারো মানুষ প্রতিদিন উইন্ড ফোনের কাছে ভিড় করতে থাকে। প্রিয়জনকে না বলা কথা ভাসিয়ে দেন হাওয়ায়।
২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে জাপানের তোহোকু শহরে প্রাণ হারায় প্রায় ১৫ হাজার মানুষ, তখন থেকেই জনপ্রিয়তা পায় উইন্ড ফোন। হাজারো মানুষ প্রতিদিন উইন্ড ফোনের কাছে ভিড় করতে থাকে। প্রিয়জনকে না বলা কথা ভাসিয়ে দেন হাওয়ায়।
তারপর থেকে বছরের পর বছর ধরে ওই টেলিফোনে কাওকে এককী হাসতে, কাওকে কাঁদতে, কাওকে আবার গল্প করতে দেখেছে বহু মানুষ। ওপার থেকে কোন প্রতিক্রিয়া না মেলে কিনা যায়নি। তবে ওই যে কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।
তারপর থেকে বছরের পর বছর ধরে ওই টেলিফোনে কাওকে এককী হাসতে, কাওকে কাঁদতে, কাওকে আবার গল্প করতে দেখেছে বহু মানুষ। ওপার থেকে কোন প্রতিক্রিয়া না মেলে কিনা যায়নি। তবে ওই যে কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।