Knowledge Story: পৃথিবীর এই একটামাত্র দেশ…যেখানে একটাও মশা নেই! বিজ্ঞানীরাও ভেবে হতবাক, এটা কী করে হয়..

আমাদের রক্ত খায়৷ কানের কাছে ভনভন করে বিরক্ত করে দেয়৷ এমনকি, সারা বিশ্বে শুধুমাত্র এই মশার কামড়েই মৃত্যু হয় ১০ লক্ষ মানুষের৷ কিন্তু, পৃথিবীতে একটা দেশ রয়েছে যেখানে আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না একটাও মশা৷
আমাদের রক্ত খায়৷ কানের কাছে ভনভন করে বিরক্ত করে দেয়৷ এমনকি, সারা বিশ্বে শুধুমাত্র এই মশার কামড়েই মৃত্যু হয় ১০ লক্ষ মানুষের৷ কিন্তু, পৃথিবীতে একটা দেশ রয়েছে যেখানে আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না একটাও মশা৷
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কম বেশি মশা রয়েছে৷ হ্যাঁ, কিছু কিছু মরসুমে মশার বাড়বাড়ন্ত একটি বেশিই হয়ে যায়৷ কিন্তু, আবার আবহাওয়া বদলালে ফের শুরু হয়ে যায় মশার দৌরাত্ম্য৷ এর মধ্যে শুধুমাত্র একটা দেশই রয়েছে যেখানে মশাদের দেখতে পাওয়া যায় না৷ আন্দাজ করতে পারেন কী হতে পারে সেই দেশের নাম?
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কম বেশি মশা রয়েছে৷ হ্যাঁ, কিছু কিছু মরসুমে মশার বাড়বাড়ন্ত একটি বেশিই হয়ে যায়৷ কিন্তু, আবার আবহাওয়া বদলালে ফের শুরু হয়ে যায় মশার দৌরাত্ম্য৷ এর মধ্যে শুধুমাত্র একটা দেশই রয়েছে যেখানে মশাদের দেখতে পাওয়া যায় না৷ আন্দাজ করতে পারেন কী হতে পারে সেই দেশের নাম?
ফ্রান্স, সুইৎজারল্যান্ড, আয়ারল্যান্ড না আমেরিকা? কোন দেশে মশা নেই বলে মনে হয় আপনার? উত্তর, না এর মধ্যে কোনও দেশই নয়৷ এই সব দেশেই মশা জন্মানোর মতো অনুকূল আবহাওয়া রয়েছে৷
ফ্রান্স, সুইৎজারল্যান্ড, আয়ারল্যান্ড না আমেরিকা? কোন দেশে মশা নেই বলে মনে হয় আপনার? উত্তর, না এর মধ্যে কোনও দেশই নয়৷ এই সব দেশেই মশা জন্মানোর মতো অনুকূল আবহাওয়া রয়েছে৷
দুনিয়ার যে একটিমাত্র দেশ যেখানে একটাও মশা নেই, সেই দেশের নাম হল আইসল্যান্ড৷ আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র ‘মশা মুক্ত’ দেশ৷ আর কেউই জানেনা এমনটা কেন হয়েছে৷ এটি আন্টার্কটিকার মতো ঠান্ডাও নয়, এখানে মশার প্রজননের জন্য সুবিধাজনক জলাশয়ও রয়েছে৷
দুনিয়ার যে একটিমাত্র দেশ যেখানে একটাও মশা নেই, সেই দেশের নাম হল আইসল্যান্ড৷ আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র ‘মশা মুক্ত’ দেশ৷ আর কেউই জানেনা এমনটা কেন হয়েছে৷ এটি আন্টার্কটিকার মতো ঠান্ডাও নয়, এখানে মশার প্রজননের জন্য সুবিধাজনক জলাশয়ও রয়েছে৷
আইসল্যান্ডে মশা না থাকলেও এর প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড, এমনকি, গ্রিনল্যান্ডেও রয়েছে গুচ্ছ গুচ্ছ মশা৷ তাই আইসল্যান্ডে কেন মশা নেই তা বিজ্ঞানীদের কাছেও একটা জলজ্ব্যান্ত ধাঁধা৷
আইসল্যান্ডে মশা না থাকলেও এর প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড, এমনকি, গ্রিনল্যান্ডেও রয়েছে গুচ্ছ গুচ্ছ মশা৷ তাই আইসল্যান্ডে কেন মশা নেই তা বিজ্ঞানীদের কাছেও একটা জলজ্ব্যান্ত ধাঁধা৷
পৃথিবীতে প্রায় ৩০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মশারা রাজত্ব করছে৷ বিশ্বব্যাপী প্রায় ৩৫০০টিরও বেশি প্রজাতির মশা রয়েছে৷ এর মধ্যে মাত্র ৬ শতাংশ প্রজাতির স্ত্রী মশা মানুষকে কামড়ায়৷
পৃথিবীতে প্রায় ৩০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মশারা রাজত্ব করছে৷ বিশ্বব্যাপী প্রায় ৩৫০০টিরও বেশি প্রজাতির মশা রয়েছে৷ এর মধ্যে মাত্র ৬ শতাংশ প্রজাতির স্ত্রী মশা মানুষকে কামড়ায়৷
বিজ্ঞানীদের মতে, মশা ভেজা আর্দ্র পরিবেশে ভাল করে বাঁচতে পারে৷ তবে এরা ঠান্ডাতেও বেঁচে থাকে৷ জানা যায়, আইসল্যান্ডের জল ও মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়৷
বিজ্ঞানীদের মতে, মশা ভেজা আর্দ্র পরিবেশে ভাল করে বাঁচতে পারে৷ তবে এরা ঠান্ডাতেও বেঁচে থাকে৷ জানা যায়, আইসল্যান্ডের জল ও মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়৷