ভয়ঙ্কর দুঃসময় চূর্ণ-বিচূর্ণ...! মা লক্ষ্মীর প্রিয় ৪ রাশি কাঁপাবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কোজাগরী লক্ষ্মীপুজোয় হবে ধনবর্ষা

Kojagari Lakshmi Puja 2024: ভয়ঙ্কর দুঃসময় চূর্ণ-বিচূর্ণ…! মা লক্ষ্মীর প্রিয় ৪ রাশি কাঁপাবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কোজাগরী লক্ষ্মীপুজোয় হবে ধনবর্ষা, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন অঢেল টাকা-সুখ-সমৃদ্ধি

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। আর দুর্গাপুজো শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর৷ দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর।
রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। আর দুর্গাপুজো শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর৷ দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর।
উন্নাওয়ের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র বলেছেন, এবছর লক্ষ্মীপুজো কবে পড়েছে ১৬ না ১৭ তা নিয়ে নানা মত রয়েছে৷ তবে পঞ্জিকা অনুযায়ী এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর  বুধবার সন্ধে ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে। এবং শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
উন্নাওয়ের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র বলেছেন, এবছর লক্ষ্মীপুজো কবে পড়েছে ১৬ না ১৭ তা নিয়ে নানা মত রয়েছে৷ তবে পঞ্জিকা অনুযায়ী এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর বুধবার সন্ধে ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে। এবং শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির  দেবী বলে মানা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোনও কোনও রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষিত হয়। এই সব রাশির জাতক-জাতিকারা মায়ের কৃপায় প্রচুর ধন-সম্পদ লাভ করে থাকেন। জেনে নিন মা লক্ষ্মীর প্রিয় রাশি কোনগুলি৷
মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির দেবী বলে মানা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোনও কোনও রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষিত হয়। এই সব রাশির জাতক-জাতিকারা মায়ের কৃপায় প্রচুর ধন-সম্পদ লাভ করে থাকেন। জেনে নিন মা লক্ষ্মীর প্রিয় রাশি কোনগুলি৷
বৃষ রাশি: মা লক্ষ্মীর প্রিয়  রাশির মধ্যে একটি হল বৃষ রাশি৷ এই রাশির জাতকদের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে৷ এদের সংসারে কখনওই অর্থাভাব হয় না৷ এরা বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী হয়ে থাকেন৷ নিজেদের বুদ্ধিতে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় জীবনে প্রচুর সাফল্য অর্জন করে৷
বৃষ রাশি: মা লক্ষ্মীর প্রিয় রাশির মধ্যে একটি হল বৃষ রাশি৷ এই রাশির জাতকদের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে৷ এদের সংসারে কখনওই অর্থাভাব হয় না৷ এরা বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী হয়ে থাকেন৷ নিজেদের বুদ্ধিতে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় জীবনে প্রচুর সাফল্য অর্জন করে৷
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে৷ এরা অত্যন্ত সৌভাগ্যবান৷ দেবীর কৃপায় অঢেল অর্থ লাভ করতে পারেন৷ কোনওদিনই কষ্টের মুখ দেখতে হয় না এঁদের৷ এই রাশির জাতকরা কঠোর পরিশ্রমী হয় এবং জীবনে বড় সাফল্য লাভ করতে পারে৷
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে৷ এরা অত্যন্ত সৌভাগ্যবান৷ দেবীর কৃপায় অঢেল অর্থ লাভ করতে পারেন৷ কোনওদিনই কষ্টের মুখ দেখতে হয় না এঁদের৷ এই রাশির জাতকরা কঠোর পরিশ্রমী হয় এবং জীবনে বড় সাফল্য লাভ করতে পারে৷
সিংহ রাশি: মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে সিংহ রাশির জাতকদের উপর৷ মায়ের কৃপায় এরা প্রচুর অর্থ ও সম্পদ অর্জন করে থাকেন৷ সিংহ রাশির জাতকরা রাজার হালে থাকেন এবং সবাইকে চালনা করার ক্ষমতা তাদের মধ্যে থাকে৷ এরা অন্যের কষ্টে দুঃখ পায় এবং দান-ধ্যান করেন৷
সিংহ রাশি: মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে সিংহ রাশির জাতকদের উপর৷ মায়ের কৃপায় এরা প্রচুর অর্থ ও সম্পদ অর্জন করে থাকেন৷ সিংহ রাশির জাতকরা রাজার হালে থাকেন এবং সবাইকে চালনা করার ক্ষমতা তাদের মধ্যে থাকে৷ এরা অন্যের কষ্টে দুঃখ পায় এবং দান-ধ্যান করেন৷
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা মা লক্ষ্মীর প্রিয় হন৷ এই রাশির গ্রহের অধিপতি হলেন বৃহস্পতি৷ মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণের কৃপাদৃষ্টিও এঁদের উপর থাকে৷ এরা প্রচুর পরিশ্রম করতে পারে৷ সেই কারণে টাকা পয়সার অভাব এদের হয় না৷ মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ-সম্পদ পান এরা৷
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা মা লক্ষ্মীর প্রিয় হন৷ এই রাশির গ্রহের অধিপতি হলেন বৃহস্পতি৷ মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণের কৃপাদৃষ্টিও এঁদের উপর থাকে৷ এরা প্রচুর পরিশ্রম করতে পারে৷ সেই কারণে টাকা পয়সার অভাব এদের হয় না৷ মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ-সম্পদ পান এরা৷