সেকেন্ড হ্যান্ড গাড়ি

Bankura News: আপনার স্বপ্নের গাড়ি পেয়ে যাবেন মাত্র ৩০-৪০ হাজার টাকায়! কোথায়-কীভাবে? জেনে নিন

বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় বিখ্যাত মেচা সন্দেশ, মালাইচা এবং স্পেশাল চপের জন্য। বাঁকুড়া দুর্গাপুর রোড ধরে যারা যাতায়াত করেন, তাদের নিত্যনৈমিত্তিক সন্ধ্যা আহার কিংবা ব্রেকফাস্ট হয় বেলিয়াতোড়ে। অনেকে বাড়ি নিয়ে যান মেচা সন্দেশ। তবে বাঁকুড়ার বেলিয়াতোড় জনপ্রিয় আরও একটি জিনিসের জন্য। সেটি হল দু চাকার বাহন, অর্থাৎ মোটরসাইকেল। কি শুনে অবাক হচ্ছেন? বেলিয়াতোড়ে দেখা যায় একাধিক সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের শোরুম। যারা সদ্য একটি চাকরির সুযোগ পেয়েছেন কিন্তু বাইকের প্রয়োজন, মোটা টাকা না থাকায় বাইক কিনতে পারছেন না। তাদের জন্য দারুন একটি অপশন হতে পারে সেকেন্ড হ্যান্ড বাইকগুলি। ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে চলে আসবে নতুন বাইক।

শো-রুমগুলি, কাচের দেওয়ালের ভিতরে নয়, বরং খোলা আকাশের নিচে। যেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির পছন্দের গাড়ি পেয়ে যাবেন অর্ধেক মূল্যে। তবে সাধারণ মানুষের, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে বেশকিছু প্রশ্ন মনে জাগে। সেকেন্ড হ্যান্ড গাড়ি আদৌ ভালো হবে কিনা? গাড়ির কোন কোন দিকগুলি মাথায় রেখে গাড়ি কেনা উচিত? গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা? পরবর্তীকালে কোন আইনসঙ্গতভাবে সমস্যা হবে কিনা!এই সকল প্রশ্নের উত্তর সরাসরি দিলেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রেতা নিজে। শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই নয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচাও হয় এই শোরুমগুলিতে। অর্থাৎ আপনি চাইলে আপনার পুরনো গাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে নতুন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে যেতে পারেন। এবং পুরো প্রসেসটা খুবই সহজ সরল।

গাড়ি যত পুরানো তার দাম তত কম। সঙ্গে নির্ভর করছে গাড়ির কন্ডিশন। নামেই সেকেন্ড হ্যান্ড, গাড়িগুলি সুন্দর করে মেন্টেইন করা রয়েছে শোরুমগুলিতে। এরপরে আসা যাক কাগজপত্রের ব্যাপারে। যে গাড়ির কাগজ করাতে হবে অর্থাৎ ব্লু বুক, ইন্সিউরেন্স এবং রোড ট্যাক্স, সেই গাড়ি কিনলে অতিরিক্ত আড়াই হাজার টাকা দিতে হবে। শোরুম থেকেই সহায়তা করে দেয়া হবে কাগজগুলি। এছাড়া কাগজ ট্রান্সফারও করা হয়। গাড়ির টুকটাক সমস্যা হলে, সারিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। একদম ৪০ হাজার টাকা মূল্য থেকে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক।

আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: প্রথম টেস্টের আগে মহম্মদ শামিকে নিয়ে বড় আপডেট! কী জানালেন রোহিত শর্মা

এবার আসা যাক যারা বিক্রি করবেন তাদের জন্য। সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে গেলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে অতি অবশ্যই। গাড়ির কন্ডিশন যত ভালো থাকবে দাম তত বেশি পাওয়া যাবে। গাড়ির কন্ডিশন বলতে, টায়ার, শকার, ইঞ্জিন, ব্রেইক এবং অন্যান্য ইলেকট্রনিক্স। সঙ্গে গাড়ির মাইলেজ অনুযায়ী দাম ওঠানামা করে। গাড়ির কাগজ না থাকলে সে ক্ষেত্রে নতুন কাগজ তৈরি করার পয়সা কেটে নেওয়া হবে বলেই জানান সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রেতা। তবে পুরো প্রক্রিয়াটি চলবে লিগাল পদ্ধতিতে। তাই আর দেরি না করে, আপনার পছন্দের স্বপ্নের মোটরসাইকেল খোঁজার চেষ্টা করতেই পারেন বাঁকুড়ার বেলিয়াতোড়ে।

নীলাঞ্জন ব্যানার্জী