প্রতীকী চিত্র

Kolkata: গাড়ির ভিতর কিশোর, কলকাতায় গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! ভয়ঙ্কর ঘটনা! তারপর যা ঘটল…

কলকাতা: ভয়ঙ্কর দৃশ্যের দেখা মিলল কলকাতায়। কলকাতার নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল কিশোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও গঙ্গা থেকে গাড়ি উদ্ধারের কাজ চলছে। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। তারপরই ঘটে বিপত্তি।

স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা ওই কিশোরের পরিবার নিমতলা ঘাট এলাকার মন্দিরে পুজো দিতে এসেছিল। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার চেঞ্জ করতেই চাকা গড়াতে শুরু করে।

গাড়ি তোলার চেষ্টা চলছে
গাড়ি তোলার চেষ্টা চলছে

আরও পড়ুন: ভোরের আলো ফুটতেই রক্তে ভাসল EM বাইপাস! কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, মুহূর্তে সব শেষ

গাড়ি সহ গঙ্গায় পড়ে যায় কিশোর। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয় বটে। তবে, গাড়িটি তলিয়ে যায় গঙ্গায়। গাড়িটি জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।