KKR News: অনুশীলনে করছেন না বল! বাদের খাতায় স্টার্ক? কেকেআর শিবিরের বড় আপডেট

এই মরশুমের মত ২৪.৭৫ কোটি টাকা যে কেকেআরের জলে তা একপ্রকার ধরেই নিয়েছেন ফ্যানেরা। অনেক আশা করে যে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর, তাঁর পারফরম্যান্স একেবারেই আশাপূরণ করতে পারে ফ্র্যাঞ্চাইজি থেকে ফ্যানেদের।
এই মরশুমের মত ২৪.৭৫ কোটি টাকা যে কেকেআরের জলে তা একপ্রকার ধরেই নিয়েছেন ফ্যানেরা। অনেক আশা করে যে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর, তাঁর পারফরম্যান্স একেবারেই আশাপূরণ করতে পারে ফ্র্যাঞ্চাইজি থেকে ফ্যানেদের।
মরশুমের ৬টি ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেট নিয়েছেন স্টার্ক। কিন্তু যেভাবে রান বিলিয়েছেন তাতে একবারও মনে হয়নি তিনি বিশ্বমানের পেসার। ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার দাবিতে সরব ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যানেরা।
মরশুমের ৬টি ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেট নিয়েছেন স্টার্ক। কিন্তু যেভাবে রান বিলিয়েছেন তাতে একবারও মনে হয়নি তিনি বিশ্বমানের পেসার। ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার দাবিতে সরব ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যানেরা।
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল অন্য দৃশ্য। ম‌্যাচের আটচল্লিশ ঘন্টা আগে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি মিচেল স্টার্ককে। এই দৃশ্য দেখে স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে কী স্টার্ককে বসানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচের আগে অনুশীলনে দেখা গেল অন্য দৃশ্য। ম‌্যাচের আটচল্লিশ ঘন্টা আগে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি মিচেল স্টার্ককে। এই দৃশ্য দেখে স্বভাবতই প্রশ্ন ওঠে তাহলে কী স্টার্ককে বসানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।[
কিন্তু পরে জানা যায় অন্য আপডেট।  ২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই অনুশাীলনে গা ঘামালেও বোলিং করতে দেখা যায়নি তাঁকে।
কিন্তু পরে জানা যায় অন্য আপডেট। ২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই অনুশাীলনে গা ঘামালেও বোলিং করতে দেখা যায়নি তাঁকে।
উল্টে বুধবার ইডেনে কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গেল শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। দীর্ঘ সময়  বোলিং করে গেলেন দুষ্মান্তা চামিরা। স্টার্ক একান্তই যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরাকে প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে।
উল্টে বুধবার ইডেনে কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গেল শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। দীর্ঘ সময় বোলিং করে গেলেন দুষ্মান্তা চামিরা। স্টার্ক একান্তই যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো চামিরাকে প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে।
তবে স্টার্কের চোট কীভানে লাগল তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। বৃহস্পতি ও শুক্রবার ফের স্টার্কের চোটের পরীক্ষা করা হবে বলে খবর কেকেআর সূত্রে। যেভাবে রান দিচ্ছিলেন অজি পেসার তাতে এই চোট কেকেআরের পক্ষে ভাল হয় কিনা সেটাই দেখার।
তবে স্টার্কের চোট কীভানে লাগল তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। বৃহস্পতি ও শুক্রবার ফের স্টার্কের চোটের পরীক্ষা করা হবে বলে খবর কেকেআর সূত্রে। যেভাবে রান দিচ্ছিলেন অজি পেসার তাতে এই চোট কেকেআরের পক্ষে ভাল হয় কিনা সেটাই দেখার।