ফাইল ছবি

Kolkata: কলকাতার কচুরি দোকানে ভয়ঙ্কর কাণ্ড! ভয়ে কাঁপতে-কাঁপতে থানায় তরুণী, ভয়াবহ অভিজ্ঞতা

কলকাতা: শহর কলকাতায় সাত সকালে তরুণীর শ্লীলতাহানির ঘটনা। প্রতিবাদ করে প্রহৃত তরুণীর বন্ধু। ঘটনা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে। ইতিমধ্যে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে এফআইআর করে তদন্ত শুরু করল পুলিশ। তবে তরুণীর অভিযোগ, তার বন্ধুর অভিযোগ নেওয়া হলেও তরুণীর অভিযোগ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সকাল ৬ টা। শরৎ বোস রোডে এক নামী কচুরি স্ন্যাক্সের দোকান। বন্ধুর সঙ্গে তরুণী কচুরী খেতে গিয়েছিলেন। অপেক্ষা করছিলেন দোকানের বাইরে। অভিযোগ, হঠাৎ আট দশজনের একটি গ্রুপ বাইক ও স্কুটি নিয়ে এসে প্রথমে দাঁড়িয়ে থাকা তরুণীর স্কুটিতে ধাক্কা মারে। এরপর পাশে দাঁড়িয়ে তরুণীর উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! একদিনে ঘোরা অসম্ভব! গেলে মুগ্ধ হবেনই, ১০০% গ্যারান্টি

এরপর আবার তরুণীর স্কুটিতে ধাক্কা মারে ওই গ্রুপে থাকা এক যুবক। এরপর তরুণীর বন্ধু প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। তরুণীকেও ধাক্কা মারা হয়। অশালীন গালিগালাজ দেওয়া হয়। ১০০ ডায়াল করেন তারা। এরপর পুলিশ আসে। তাদের টালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর অভিযোগ, বন্ধুর অভিযোগ পুলিশ নিলেও তার অভিযোগ পুলিশ নেয়নি।