বাংলায় শাহ

Amit Shah: ‘ভোটের জন্য সিএএ করতে দিচ্ছেন না মমতা…’ জগন্নাথের হয়ে ভোটের আবেদন, মমতাকে কটাক্ষ শাহের

রানাঘাট: আগামী ১৩ মে সোমবার রানাঘাটে ভোট। তার আগের দিন  রবিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক দিনে দক্ষিণবঙ্গের চার লোকসভা আসনে সভা করার কথা তাঁর। আর আজ শুক্রবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসানসোল, বীরভূম এবং রানাঘাটে কর্মসূচি রয়েছে তাঁর।  রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথের হয়ে ভোটের আবেদন জানালেন রানাঘাটবাসীকে।

শাহ বলেন, ‘‘ভোটের জন্য সিএএ করতে দিচ্ছেন না মমতা।  আমি বলতে চাই, এত বছরে বাংলাকে বরবাদ করেছেন। কাটমানি আটকানো উচিত কি না  বলুন? মোদিজি ১০ বছরে ৮০ কোটি গরিবদের জন্য অনেক কাজ করেছেন। প্রতি মাসে যে ৫ কেজি চাল আসে, তা মোদি দেন। কংগ্রেস  ও তৃণমূল কংগ্রেস, কমিউনিস্টরা রাম মন্দির আটকানোর কাজ করেছে। ’’

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি…! ঘণ্টা দুয়েকেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় কালবৈশাখী সতর্কতা! লাল-কমলা-হলুদ অ্যালার্ট জেলায় জেলায়! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর

সন্দেশখালি নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্য়ায় এক জন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। সিবিআই তদন্ত করছে। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই।’’

রানাঘাট আসনে বিজেপিপ্রার্থী  জগন্নাথ সরকার জয়ী হন ২,৩৩,৪২৮ ভোটে। পশ্চিমবঙ্গের নতুন লোকসভা আসনগুলির অন্যতম রানাঘাট। জন্ম ২০০৯ সালে। এ বার চতুর্থ নির্বাচন নদিয়া জেলার এই আসনে। প্রার্থী জগন্নাথ।