সূত্রের খবর, টালা থানার ওসির স্ত্রীকেও তলব করেছে সিবিআই। সোমবার দুপুরে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা সমনে বলা হয়েছে। তলব করা হয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও।

Kolkata Police: আরজি কর কাণ্ডে বারবার প্রশ্নের মুখে তাঁর ভূমিকা, ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি টালা থানা ওসি! দায়িত্বে নতুন অফিসার

কলকাতা: আরজি কর কাণ্ডে বারবার উঠে এসেছে টালা থানার ওসি-র নাম। তদন্তের স্বার্থে সিবিআইয়ের কাছে বারবার গিয়েওছেন ওসি অভিজিৎ মণ্ডল। এবার সেই তিনিই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। আর এই পরিস্থিতি সামাল দিতে রাতারাতি টালা থানায় নতুন ওসি নিয়োগ করল লালবাজার। সূত্রের খবর, শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্তকে টালা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার মলয়বাবুর দায়িত্ব নেওয়ার কথা।

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানার ভূমিকা। অভিযোগ উঠছে, ঘটনা নিয়ে তেমন সদর্থক কোনও ভূমিকাই পালন করেনি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এমনকী আরজি কর দুর্নীতি কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেও টালায় থানায় অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: আরজি কর আবহেই বিশ্বভারতীতে ভয়ঙ্কর ঘটনা! হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার, কী ঘটল জানেন?

এমনকী নাম কে ওয়াস্তে তদন্ত করে অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি আদালতের নির্দেশে আরজি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তেও শুরু করেছে সিবিআই। তারই মধ্যে বৃহস্পতিবার অসুস্থ পড়েন তিনি।

সূত্রের খবর, ,তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তাঁর বুকে ব্যথা হচ্ছে। কিন্তু কোনও হাসপাতালেই দীর্ঘক্ষণ ভর্তি হতে পারেননি তিনি। অবশেষে রাত ৯টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মণ্ডল। তাঁর উদ্বেগ ও ডিহাইড্রেশনের উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এরপরই শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি মলয় দত্তকে টালা থানার দায়িত্ব দেওয়া হয়।