রবিবার রাতে বঙ্গোপসাগরে ডুবে যায় এই জাহাজটি৷

Kolkata Port Blair ship tragedy: উত্তাল সমুদ্রে ডুবল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারগামী জাহাজ! রাতেই দুঃসাহসিক অভিযান, সামনে ভয়ঙ্কর ভিডিও

হলদিয়া: অন্ধকারের মধ্যে উত্তাল সমুদ্রে ডুবে যাচ্ছে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারগামী জাহাজ৷ চূড়ান্ত প্রতিকূল এমন পরিস্থিতির মধ্যেই অভিযান চালিয়ে রবিবার রাতেই ডুবন্ত ওই মালবাহী জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী৷ যদিও, এখনও ওই জাহাজে থাকা তিন জন সদস্য এখনও নিখোঁজ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে৷

জানা গিয়েছে, এমভি আইটিটি পুমা নামে ওই মালবাহী জাহাজটি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছিল৷ রবিবার দুপুরে সাগর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে বিপদে পড়ে জাহাজটি৷ উত্তাল সমুদ্রের মধ্যে জাহাজটি ডুবতে শুরু করে৷

আরও পড়ুন: সন্দীপ ঘোষের ‘ডানহাত’ কে? শেষমেশ ‘জেনেই’ ফেলল সিবিআই! খোঁজ মিলল ‘সিং’য়েরও, ভয়ঙ্কর অভিযোগ

গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ জাহাজটির পক্ষ থেকে বিপদ সঙ্কেত আসে উপকূলরক্ষী বাহিনীর কাছে৷ এর পরই দুটি জাহাজ এবং একটি ডর্নিয়ার বিমান নিয়ে অভিযানে নামে উপকূলরক্ষী বাহিনী৷ শেষ পর্যন্ত রবিবার রাতে বঙ্গোপসাগরে জাহাজটিকে খুঁজে পায় উপকূলরক্ষী বাহিনীর বিমান৷ ততক্ষণে ডুবন্ত জাহাজ ছেডে় প্রাণে বাঁচতে দুটি ছোট নৌকায় সমুদ্রে ভাসছিলেন জাহাজের নাবিক সহ অন্যান্য সদস্যরা৷

এর পর উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ওই ১১ জনকে উদ্ধার করে৷ শেষ পর্যন্ত ওই বাণিজ্যিক জাহাজটি ডুবেই যায়৷ যদিও জাহাজে থাকা আরও তিন জন এখনও নিখোঁজ রয়েছেন৷

রাতে অভিযান চালিয়ে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের এগারো জন সদস্যকে উদ্ধার করল কোস্টগার্ড, এখনো নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উত্তাল সমুদ্রে সাগর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে যায়। সাগরের ভেসেল ট্র্যাকিং সিস্টেম থেকে খবরটি আসার পরে তল্লাশি অভিযানে নামে কোস্ট গার্ড। রাতেই সমুদ্র ১১জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। জাহাজে ছিল এমন আরো তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড।

রবিবার এমভি আইটিটি পুমা নামে একটি জাহাজ ডুবেছে বলে জানা গিয়েছে। জাহাজটি কলকাতা থেকে পোর্টব্লেয়ার যাচ্ছিল। ঘটনার খবর পেয়েই অভিযান চালিয়ে রাতেই ১১ জনকে উদ্ধার করা হয়। তবে, আরও ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা সকলেই ভারতীয়। রাতে দুটি জাহাজ ও ডর্নিয়ার হেলিকপ্টার দিয়ে অপারেশন চালানো হয়।