সংগৃহীত ছবি

Kolkata-Sikkim Flight: কলকাতা থেকে ‘চোখের পলকেই’ সিকিম! উড়বে বিমান, পুজোর মুখেই বড় উদ‍্যোগ ইন্ডিগোর

পর্যটকদের জন্য দারুন খবর।সামনেই পুজো আসছে। আর পুজো মানেই বহু পর্যটকদের প্রিয় গন্তব্য হল সিকিম। সেই সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে এবার দেশের একাধিক বিমানবন্দর পর্যন্ত উড়ান চালানোর উদ্যোগ।
পর্যটকদের জন্য দারুন খবর। সামনেই পুজো আসছে। আর পুজো মানেই বহু পর্যটকদের প্রিয় গন্তব্য হল সিকিম। সেই সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে এবার দেশের একাধিক বিমানবন্দর পর্যন্ত উড়ান চালানোর উদ্যোগ।
অক্টোবর থেকে পর্যটন মরশুম শুরু হচ্ছে। সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরে উড়ান পরিষেবা চালু করতে চায় ইন্ডিগো বিমান সংস্থা। পুজোর আগেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।
অক্টোবর থেকে পর্যটন মরশুম শুরু হচ্ছে। সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরে উড়ান পরিষেবা চালু করতে চায় ইন্ডিগো বিমান সংস্থা। পুজোর আগেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।
বিশ্বস্ত সূত্রের খবর, এখনও পর্যন্ত সিকিমে স্পাইস যেত বলে একটি সংস্থা Bombardier Q -400 বলে এয়ার ক্রাফট চালায়। বর্তমানে পাকিয়ং থেকে কলকাতা ও দিল্লির রুটে বিমান চালায় ওই বিমান সংস্থা।
বিশ্বস্ত সূত্রের খবর, এখনও পর্যন্ত সিকিমে স্পাইস  জেট বলে একটি সংস্থা Bombardier Q -400 বলে এয়ার ক্রাফট চালায়। বর্তমানে পাকিয়ং থেকে কলকাতা ও দিল্লির রুটে বিমান চালায় ওই বিমান সংস্থা।
তবে ইন্ডিগো বিমান সংস্থা ATR 72 বলে এয়ার ক্রাফট চালাতে পারে সিকিমের রুটে। সিকিমের সঙ্গে উড়ান যোগাযোগ ভারতের শহরগুলির সঙ্গে যত বৃদ্ধি পাবে ততই সিকিমের পর্যটনক্ষেত্রের বিরাট উন্নতি হবে।
তবে ইন্ডিগো বিমান সংস্থা ATR 72 বলে এয়ার ক্রাফট চালাতে পারে সিকিমের রুটে। সিকিমের সঙ্গে উড়ান যোগাযোগ ভারতের শহরগুলির সঙ্গে যত বৃদ্ধি পাবে ততই সিকিমের পর্যটন ক্ষেত্রের বিরাট উন্নতি হবে।
পাকিয়ং থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কলকাতা বিমান চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনেই পুজোর মরসুম। তার আগে অনেকেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে নতুন এই রুটগুলি খতিয়ে দেখা হচ্ছে।
পাকিয়ং থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, কলকাতা বিমান চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনেই পুজোর মরশুম। তার আগে অনেকেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে নতুন এই রুটগুলি খতিয়ে দেখা হচ্ছে।