বিজেপি বিধায়কদের ঘুরতে যাওয়ার প্রস্তাব

Kolkata: বিজেপি বিধায়কদের নিয়ে ‘ঘুরতে’ যাবেন রাজ্যের মন্ত্রী! কোথায়? বিধানসভায় বিরল ছবি

কলকাতা: বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের গজলডোবায় ‘ভোরের আলো’ দেখতে যাওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই প্রস্তাব দেন মন্ত্রী। বিরল ছবি রাজ্য বিধানসভায়।

এদিকে, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বিজেপি বিধায়করা বিধানসভার গাড়ি বারান্দায় অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বৃহস্পতিবার। উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ভাগের বিরোধিতায় লাগাতার কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট সভা, মিছিল করে উত্তরের সব ব্লকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনায় শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র এই দাবিতে পথে নামারও উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি…জলের তোড়ে হারিয়ে গেল প্রায় ৫০ জন, রাজ্যজুড়ে জারি ওরেঞ্জ অ্যালার্ট

অপরদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করলেন স্থায়ী নিয়োগ নিয়ে। কন্ট্রাক্ট নিয়োগ হয়েছে। ৭ হাজার নিয়োগে একাধিক অনিয়ম হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত দফতর আরও সাড়ে ছয় হাজার নিয়োগ হবে বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু রোস্টার মানা হচ্ছে না। আমাদের দাবি এসসি, এসটি, ওবিসি মানা হোক। এমনই দাবি তোলেন শুভেন্দু অধিকারী।