জন্মাষ্টমী পালন

Janmashtami 2024: নানা সাজে হাজির আড়াইশো গোপাল! জন্মাষ্টমীতে বিরাট আয়োজন জলপাইগুড়িতে

আজ জন্মাষ্টমী! শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরই যেন বৃন্দাবন হয়ে উঠেছে এদিন। শহরের চারদিকে যে দিকে চোখ যায় সেদিকেই চোখে পড়ে ছোট্ট ছোট্ট ক্ষুদে গোপাল।
আজ জন্মাষ্টমী! শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরই যেন বৃন্দাবন হয়ে উঠেছে এদিন। শহরের চারদিকে যে দিকে চোখ যায় সেদিকেই চোখে পড়ে ছোট্ট ছোট্ট ক্ষুদে গোপাল।
জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের প্রায় আড়াইশো শিশুকে গোপাল,কৃষ্ণ, রাঁধারাণী, যশোদা, কংস সাজিয়ে চলে প্রতিযোগিতা। ক্ষুদেদের জন্যে রয়েছে বিশেষ উপহার।
জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের প্রায় আড়াইশো শিশুকে গোপাল,কৃষ্ণ, রাঁধারাণী, যশোদা, কংস সাজিয়ে চলে প্রতিযোগিতা। ক্ষুদেদের জন্যে রয়েছে বিশেষ উপহার।
বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিভাগের বিষয় আলাদা। যেমন- প্রথম শ্রেণির ক্ষুদেদের সাজতে বলা হয় গোপাল এবং দ্বিতীয় শ্রেণির ক্ষুদেদের কৃষ্ণ এবং রাধারানী।
বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিভাগের বিষয় আলাদা। যেমন- প্রথম শ্রেণির ক্ষুদেদের সাজতে বলা হয় গোপাল এবং দ্বিতীয় শ্রেণির ক্ষুদেদের কৃষ্ণ এবং রাধারানী।
ছোট্ট গোপালের হাতে ধরা ভিন্ন ধরনের চকলেটের সম্ভার, কান্ড-কীর্তি দেখলে চোখ-মন জুড়বেই। শুধু তাই নয়, আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তথা নাচ-গানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব।
ছোট্ট গোপালের হাতে ধরা ভিন্ন ধরনের চকলেটের সম্ভার, কান্ড-কীর্তি দেখলে চোখ-মন জুড়বেই। শুধু তাই নয়, আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তথা নাচ-গানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব।
এখানে ছোট্ট গোপাল এবং রাধারানীদের জন্য মেনুতে থাকছে বিশেষ আয়োজন। শেষ পাতে রয়েছে কৃষ্ণের সবচেয়ে প্রিয় মাখন।
এখানে ছোট্ট গোপাল এবং রাধারানীদের জন্য মেনুতে থাকছে বিশেষ আয়োজন। শেষ পাতে রয়েছে কৃষ্ণের সবচেয়ে প্রিয় মাখন।
খুদে কৃষ্ণদের হাতে ছোট্ট বাঁশি, পড়নে ধুতি আর মাথায় ময়ূরপংখী পালক চোখ জুড়িয়ে যায়। ছোট ছোট গোপালদের ছবি তুলতে কিংবা সেলফি তুলতে ভিড় জমেছে বিদ্যালয় চত্বরে। জন্মাষ্টমীর দিন ঠিক এভাবেই খুদে নাড়ুগোপাল নিয়ে মেতে উঠেছে শিল্প সমিতিপাড়ার এই স্কুল। তবে শুধু এই বিদ্যালয়েই নয়, অন্যান্য খুদেদের বিদ্যালয়েও একই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। বলাই বাহুল্য, এই শহর যেন আজ এক টুকরো বৃন্দাবন!
খুদে কৃষ্ণদের হাতে ছোট্ট বাঁশি, পড়নে ধুতি আর মাথায় ময়ূরপংখী পালক চোখ জুড়িয়ে যায়। ছোট ছোট গোপালদের ছবি তুলতে কিংবা সেলফি তুলতে ভিড় জমেছে বিদ্যালয় চত্বরে। জন্মাষ্টমীর দিন ঠিক এভাবেই খুদে নাড়ুগোপাল নিয়ে মেতে উঠেছে শিল্প সমিতিপাড়ার এই স্কুল। তবে শুধু এই বিদ্যালয়েই নয়, অন্যান্য খুদেদের বিদ্যালয়েও একই ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। বলাই বাহুল্য, এই শহর যেন আজ এক টুকরো বৃন্দাবন!