কুলদীপ যাদব।

IPL 2024 vs t20 world cup 2024: প্র্যাকটিসে সতীর্থকেই বল করেন না কুলদীপ! এখন থেকেই মাথায় বিশ্বকাপের ভাবনা চায়নাম্যান স্পিনারের?

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। তাই এখন থেকেই ভারতীয় খেলোয়ারের মাথায় ঘুরতে শুরু করে দিয়েছে বিশ্বকাপের পরিকল্পনা? দিল্লি ক্যাপিটালস দল সূত্রে খবর, ভারতের চায়নাম্যান স্পিনার কিছুতেই বল করতে চান না দিল্লি দলের সতীর্থ ট্রিস্টান স্টাবসকে। বার বার স্টাবস চাইলেও তাঁকে বল করতে চাননি কুলদীপ।

দ্য গ্রেড ক্রিকেটারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্টাবস ফাঁস করেছেন অন্দরের কথা। নেটে কুলদীপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “ও আমাকে বল করবে না। আমি কয়েক বার চেষ্টা করেছি যে ওর বোলিংয়ে ব্যাট করার, কিন্তু ও বল করবে না।” সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আরও বলেন, “আমার মনে হয় ও বোলিংটাকে রহস্য হিসাবে রেখে দিতে চায়, তাই আমায় বল করতে চায় না।”

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

স্টাবসকে আবার প্রশ্ন করা হয়, বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে পারে দক্ষিণ আফ্রিকা, সেই কথা ভেবেই কি দিল্লির নেটে স্টাবসকে বল করেন না কুলদীপ? স্টাবস বলেন, “এটা কখনও বলেনি কুলদীপ, তবে এটা হতেও পারে।”

চলতি আইপিএলে ৯টি ম্যাচে ২৮৯ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ২৬ মে আইপিএল ফাইনাল, এর পরে ২ জুন শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত নামছে ৫ জুন। আইপিএলের পরে সময় বেশি পাবে না কোনও দলই, তাই এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন কুলদীপ?