ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকখানি কমে গিয়েছে জেলায়। এতে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে জেলার মানুষেরা।

Rainfall Yellow Alert in North Bengal: ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা! ৫ জেলায় হুড়মুড়িয়ে বর্ষণ শুরু হবে খানিক পরেই, উত্তরবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ

ফের আকাশে কালো মেঘের ঘনঘটা এবং বৃষ্টির পূর্বাভাস। গতকাল শিলিগুড়িতে সন্ধ্যা থেকে রাত অবধি বিরামহীন বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে শহরবাসীকে।
ফের আকাশে কালো মেঘের ঘনঘটা এবং বৃষ্টির পূর্বাভাস। গতকাল শিলিগুড়িতে সন্ধ্যা থেকে রাত অবধি বিরামহীন বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে শহরবাসীকে।
কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও আকাশের মতিগতিতে স্পষ্ট। তবে আগামিকাল থেকে আবহাওয়ার কিছুটি উন্নতি হতে পারে।
কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও আকাশের মতিগতিতে স্পষ্ট। তবে আগামিকাল থেকে আবহাওয়ার কিছুটি উন্নতি হতে পারে।
আজ শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরের কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। সেই জন্য ওই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।
উত্তরের কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। সেই জন্য ওই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।