লাড্ডু 

Laddoo Prasad for Ganesh: গণপতি পুজোর শেষ দিন, মহিলারা নিজেদের হাতেই ভক্তিভরে করলেন এই কাজ, বানালেন ‘এত’ কেজির বিশাল লাড্ডু

গণেশ পুজোর শেষ দিনে কালচিনির গণেশ মহারাজকে দেওয়া হল বিশাল আকারের লাড্ডু ভোগ৷
“গণেশ পুজোর শেষ দিনে কালচিনির গণেশ মহারাজকে দেওয়া হল বিশাল আকারের লাড্ডু ভোগ৷
এই লাড্ডুটি ৭৫১ কেজির। এই বছরই এখানকার পুজোয় প্রথম দেওয়া হল এই লাড্ডু ভোগ।
এই লাড্ডুটি ৭৫১ কেজির। এই বছরই এখানকার পুজোয় প্রথম দেওয়া হল এই লাড্ডু ভোগ।
এই বিশাল আকারের লাড্ডুটি দেখতে ভিড় জমান সকলে। বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় উৎসাহ।
এই বিশাল আকারের লাড্ডুটি দেখতে ভিড় জমান সকলে। বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় উৎসাহ।
পুজোর শেষ দিন উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মহিলারাই এই লাড্ডু বানিয়েছেন৷
পুজোর শেষ দিন উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মহিলারাই এই লাড্ডু বানিয়েছেন৷
এই বিশাল আকারের লাড্ডুটি বিতরণ করা হবে কালচিনি, হামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দাদের।
এই বিশাল আকারের লাড্ডুটি বিতরণ করা হবে কালচিনি, হামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দাদের।