NBSTC Bus Service: ‘লেডিজ স্পেশ্যাল বাস’! পুজোর আগেই মহিলাদের জন‍্য বড় সুখবর উত্তরবঙ্গে, কোন কোন রুটে চলবে? জেনে নিন

NBSTC Bus Service: ‘লেডিস স্পেশ্যাল বাস’! পুজোর আগেই মহিলাদের জন‍্য বড় সুখবর উত্তরবঙ্গে, কোন কোন রুটে চলবে? জেনে নিন

শিলিগুড়ি:  মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার অভিনব উদ‍্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। মহিলাদের জন্য শুরু হতে চলেছে বিশেষ পরিষেবা। পুজোর আগেই চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই। মহিলা চাকরিজীবীদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ।

সূত্রের খবর অনুযায়ী, আপাতত শিলিগুড়ি-জলপাইগুড়ি, কোচবিহার- আলিপুরদুয়ার এবং কোচবিহার – দিনহাটা এই তিনটি রুটে চলবে ‘লেডিস স্পেশাল বাস’। জানিয়েছেন এনবিএসটিসি চেয়ারম‍্যান পার্থ প্রতিম রায়।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

পার্থ প্রতিম রায় আরও জানালেন, ‘‘মহিলাদের সুরক্ষার কথা ভেবে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী, আসামগামী, এছাড়া নেপালে যে বাসগুলি চলে সেখানেও সম্পূর্ণভাবে সিসিটিভির ব্যবস্থা করার কথা আমরা ভাবছি।’’ এছাড়াও সবুজের পথে হাতছানি পরিষেবা চালু থাকছে।

২০০৮ -০৯ সালে এনবিএসটিসি সবুজের পথে হাতছানি পরিষেবাটি চালু করে। এই পরিষেবায় উত্তরবঙ্গের পাহাড়,নদী, জঙ্গল, অভয়ারণ্য-সহ নানা পর্যটনস্থলকে নিয়ে প্যাকেজ করে ভ্রমণ পরিষেবা দেওয়া হত। শুধু ঘোরানোই নয়, রাত্রিযাপন থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হত। এবারও সেই ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: বাথরুমের হলুদ দাগ? এইভাবে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হবে নোংরা বাথরুম, সহজ টিপসেই কেল্লাফতে

এক মহিলা যাত্রী বলেন, “লেডিস স্পেশ্যাল বাস কলকাতায় চালু হয়েছে শুনেছি । তবে উত্তরবঙ্গে এই বাস শুরু হবে  এটা শুনে খুব ভাল লাগছে। এমনও পরিস্থিতি মাঝেমধ্যে হয়, যে বাসের পাদানিতে দাঁড়িয়ে আসতে হয়। এমন অবস্থায় মহিলাদের জন্য স্পেশ্যাল বাসের ব্যবস্থা থাকলে তো ভালই।”  আগামী ১৮ তারিখ শিলিগুড়ি ও কোচবিহার থেকে রকেট বাস পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ।

অনির্বাণ রায়