পদ্মা নদীতে ভাঙন

Padma Erosion: গঙ্গার পর এবার পদ্মা! ভাঙনের কবলে লালগোলার মানুষ! আতঙ্কে রাতের ঘুম উড়েছে

লালগোলা: সামশেরগঞ্জের গঙ্গাভাঙনের পর এবার পদ্মাতে ভাঙন! ভয়াবহ পদ্মা ভাঙনের কবলে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিলবোরাকোপরা পঞ্চায়েতের তারানগর এলাকা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। পদ্মা একেবারে গ্রামের কাছে চলে এসেছে। পাঁচদিন থেকে পদ্মা আরও ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। ভাঙনের মাত্রা ক্রমেই বাড়ছে।

স্থানীয়দের দাবি, গতবছরও এখানে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। জনপ্রতিনিধিদেরও দেখা নেই। শুধুমাত্র বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রায় ১৫ দিন ধরে একটু একটু করে ভাঙতে শুরু করে লালগোলার তারানগরে পদ্মার পাড়। সেই সময় প্রায় ৬০ বিঘার কাছাকাছি জমি তলিয়ে গিয়েছে পদ্মায়।

আরও পড়ুন: কেমন রয়েছে জঙ্গিপুর হাসপাতাল! নিরাপত্তা খতিয়ে দেখলেন প্রশাসনের কর্তারা

গত কয়েক দিনে ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকখালি। নতুন করে প্রায় ৩০ বিঘা ফসলি জমি গ্রাস করেছে পদ্মা। নদী পার থেকে মাত্র ১৫ থেকে ২০ মিটার দুরেই শুরু হয়েছে বসতি। এই ভাবে নদী ভাঙ্গতে থাকলে সেই বসতি নিশ্চিহ্ন হয়ে যাবে আশঙ্কার নদী পারের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি,অতি শীঘ্রই যেন পদ্মার ভাঙন প্রতিরোধের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী