প্রতীকী ছবি

Land Fraud: জাল নথিপত্র করে জমি হাতবদল! গ্রেফতার তৃণমূল নেতার দাদা! বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের

বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল অঞ্চল সভাপতি আসরফ আনসারী।

আরও পড়ুনঃ রায়গঞ্জ সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি! তদন্তে পুলিশ

নকশালবাড়ির সেই হাতিঘিসায় জাল নথিপত্র করে জমি হাতবদল ও লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হল তৃণমূল কংগ্রেস নেতার দাদা।  ধৃতের নাম সুশীল ঘোষ, নকশালবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুনীল ঘোষের দাদা। এর আগেও ১৭ ডিসেম্বর ২০২২ সালে আদিবাসী জমি বিক্রির অভিযোগে গ্রেফতার হন এই সুশীল ঘোষ।

পুলিশ সূত্রে খবর, ধৃত জাল নথিপত্র বানিয়ে মধ্যস্থতা ভূমিকা পালন করে একের জমি অন্যদের বিক্রি করত। ২০২২ সালে ধৃতের খোঁজ চলার পর ধৃতকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান, অভিযোগের পর তদন্ত মারফত এই গ্রেফতার। জাল নথিপত্র করে জমি বিক্রি করেছে এই অভিযোগ রয়েছে।