বেশ কয়েকদিনধরে অবিরাম বৃষ্টিপাতে পাহাড়ের অবস্থা খুব একটা ভাল ছিল না৷ দার্জিলিং, মিরিক-সহ একাধিক জায়গায় একের পর এক ধস নেমেছিল যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল, পাহাড়ের একাধিক রাস্তা৷ সুরক্ষার কথা মাথায় পর্যটকদেরও পাহাড়ে আসতে নিষেধ করা হয়েছিল৷

North Bengal Landslide: ফের ধস নামল দার্জিলিংয়ে! পরিস্থিতি ভাল নয়, পর্যটকদের জন্য বন্ধ সান্দাকফু

নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টিপাত হচ্ছিল উত্তরে৷ এরই জেরে ২৭ সেপ্টেম্বর, দার্জিলিংয়ের সিংমারির কাছে সেন্ট জোশেফ কলেজ সংলগ্ন এলাকায় ব্যাপক ধস নেমেছে।
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টিপাত হচ্ছিল উত্তরে৷ এরই জেরে ২৭ সেপ্টেম্বর, দার্জিলিংয়ের সিংমারির কাছে সেন্ট জোশেফ কলেজ সংলগ্ন এলাকায় ব্যাপক ধস নেমেছে।
এখনও পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। ইতিমধ্যেই শুরু হয়েছে ধস সরানোর কাজ।
এখনও পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, পূর্ত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। ইতিমধ্যেই শুরু হয়েছে ধস সরানোর কাজ।
এখনও অবধি পাহাড়ে বৃষ্টির কোনও বিরাম নেই৷ যার ফলে আরও একাধিক জায়গায় ধস নেমেছে। এর জেরে বন্ধ বন্ধ দার্জিলিংয়ের রিম্বিক-লোধামার সঙ্গে ধোত্রের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
এখনও অবধি পাহাড়ে বৃষ্টির কোনও বিরাম নেই৷ যার ফলে আরও একাধিক জায়গায় ধস নেমেছে। এর জেরে বন্ধ বন্ধ দার্জিলিংয়ের রিম্বিক-লোধামার সঙ্গে ধোত্রের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
অবিরাম বৃষ্টির জেরে ধস নামল মিরিকেও। পাহাড়ে এখনও দুর্যোগ কাটেনি। অবিরাম বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হচ্ছে।
অবিরাম বৃষ্টির জেরে ধস নামল মিরিকেও। পাহাড়ে এখনও দুর্যোগ কাটেনি। অবিরাম বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হচ্ছে।
এখনও বিভিন্ন জায়গায় ধসের আশঙ্কা রয়েছে৷ তাই কোনও রকম ঝুঁকি এড়াতে পর্যটকদের জন্য আপাতত বন্ধ করা হল সান্দাক ফু৷ জেলা প্রশাসনের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এখনও বিভিন্ন জায়গায় ধসের আশঙ্কা রয়েছে৷ তাই কোনও রকম ঝুঁকি এড়াতে পর্যটকদের জন্য আপাতত বন্ধ করা হল সান্দাক ফু৷ জেলা প্রশাসনের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
আগামী দু’ থেকে তিনদিন পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধ করা হল৷ পরিস্থিতি স্বাভাবিক হলে বিবেচনা করা হবে৷
আগামী দু’ থেকে তিনদিন পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধ করা হল৷ পরিস্থিতি স্বাভাবিক হলে বিবেচনা করা হবে৷