পাহাড়ে বৃষ্টির ফলে নতুন করে দুর্যোগ। ধস নেমে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন। প্রতীকী ছবি।

North Bengal Landslide NH10 closed: সিকিম যাওয়ার পথে ঘোর দুর্যোগ! বন্ধ বাংলা-সিকিম ১০ নং জাতীয় সড়ক, কোন পথে যাবেন পর্যটকরা

পাহাড়ে বৃষ্টির ফলে নতুন করে দুর্যোগ। ধস নেমে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন। প্রতীকী ছবি।
পাহাড়ে বৃষ্টির ফলে নতুন করে দুর্যোগ। ধস নেমে বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন। প্রতীকী ছবি।
বাংলা থেকে সিকিম যাওয়ার পথে ধস নামায় বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নং জাতীয় সড়ক। যার জেরে বিপাকে পড়েছেন পর্যটকরা। প্রতীকী ছবি।
বাংলা থেকে সিকিম যাওয়ার পথে ধস নামায় বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নং জাতীয় সড়ক। যার জেরে বিপাকে পড়েছেন পর্যটকরা। প্রতীকী ছবি।
জানা গিয়েছে শ্বেতীঝোরায় নতুন করে ধস নেমেছে, যার জেরে জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গিয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক টি বালাসুব্রহ্মণ্যম এই বিষয়ে নিউজ১৮ বাংলাকে বলেন, শ্বেতীঝোরায় ধসের ফলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পিডব্লিউডি বর্তমানে পাহাড় কেটে রাস্তা সারাইয়ের কাজ করছে। প্রতীকী ছবি।
জানা গিয়েছে শ্বেতীঝোরায় নতুন করে ধস নেমেছে, যার জেরে জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গিয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক টি বালাসুব্রহ্মণ্যম এই বিষয়ে নিউজ১৮ বাংলাকে বলেন, শ্বেতীঝোরায় ধসের ফলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পিডব্লিউডি বর্তমানে পাহাড় কেটে রাস্তা সারাইয়ের কাজ করছে। প্রতীকী ছবি।
সমস্যা হলেও সিকিমযাত্রীদের ঘুরপথে যেতে হবে গন্তব্যে। যে দুটি রুটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, ১) শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-তিস্তা-রংপো-সিকিম। প্রতীকী ছবি।
সমস্যা হলেও সিকিমযাত্রীদের ঘুরপথে যেতে হবে গন্তব্যে। যে দুটি রুটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, ১) শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-তিস্তা-রংপো-সিকিম। প্রতীকী ছবি।
সেই সঙ্গে আরও একটি পথ দেওয়া হয়েছে, সেটি কার্শিয়াং কালিম্পং হয়ে-শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-লামাহাটা-তিস্তা-কালিম্পং। প্রতীকী ছবি।
সেই সঙ্গে আরও একটি পথ দেওয়া হয়েছে, সেটি কার্শিয়াং কালিম্পং হয়ে-শিলিগুড়ি-কার্শিয়ং-জোরবাংলো-লামাহাটা-তিস্তা-কালিম্পং। প্রতীকী ছবি।