সিকিম পাহাড়ে ধস

Sikkim: হুড়মুড়িয়ে ধস নামল সিকিমের NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে, ভয়ঙ্কর পরিস্থিতি, দেখুন ছবিতে

*ভূ-বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংটামের দীপু দারার কাছে বালুতারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে আঘাত হানল ভূমিধস।
*ভূ-বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি মঙ্গলবার সকালে পূর্ব সিকিমের সিংটামের দীপু দারার কাছে বালুতারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউসে আঘাত হানল ভূমিধস।
*স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ধরা পরেছে ভূমিধসের সেই ভয়ানক দৃশ্য। বড় বড় পাথর, গাছপালা-সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউসের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে, এই ভূমিধসের কারণে একদিকে যেমন ক্ষতি হয়েছে জল বিদুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর, ধসে পড়া বস্তুতে চাপ বেড়েছে নদীর ওপর।
*স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ধরা পরেছে ভূমিধসের সেই ভয়ানক দৃশ্য। বড় বড় পাথর, গাছপালা-সহ পাহাড় দ্রুত পাওয়ার হাউসের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে, এই ভূমিধসের কারণে একদিকে যেমন ক্ষতি হয়েছে জল বিদুৎ উৎপাদন কেন্দ্রটির ওপর, ধসে পড়া বস্তুতে চাপ বেড়েছে নদীর ওপর।
*উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে সিকিমের সোরেঙ এলাকায় সৃষ্টি হয়েছিল ৪.৪ মাত্রার ভূমিকম্প। তারই পার্শ্বপ্রতিক্রিয়া কিনা এই ভূমিধস সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল।
*উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে সিকিমের সোরেঙ এলাকায় সৃষ্টি হয়েছিল ৪.৪ মাত্রার ভূমিকম্প। তারই পার্শ্বপ্রতিক্রিয়া কিনা এই ভূমিধস সেই বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল।
*যদিও সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন ভূ-বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ভূ-বিশেষজ্ঞদের জাতিস্মর ভারতী সম্প্রতি বলেছিলেন, এই ভূমিধসের অন্যতম কারণ হাইডেল প্রজেক্ট, কারণ বিদুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে।
*যদিও সিকিম পাহাড়ে লাগাতার ভূমিধস প্রসঙ্গে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন ভূ-বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে ভূ-বিশেষজ্ঞদের জাতিস্মর ভারতী সম্প্রতি বলেছিলেন, এই ভূমিধসের অন্যতম কারণ হাইডেল প্রজেক্ট, কারণ বিদুৎ উৎপাদনের জন্য সারা বছর অতি উচ্চতায় তিস্তার জলকে আটকে রাখা হচ্ছে।
*পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হচ্ছে। সঙ্গে গাছ কাটার ও একটি বড় প্রভাব পড়ছে। সব মিলিয়ে বাড়ছে, বন্যা, ভূমিধস।
*পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হচ্ছে। সঙ্গে গাছ কাটার ও একটি বড় প্রভাব পড়ছে। সব মিলিয়ে বাড়ছে, বন্যা, ভূমিধস।