কৃত্রিম বুদ্ধিমত্তার বুদ্ধদেব ভট্টাচার্য

Lok Sabha lection 2024: চেয়ারে বসে কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য, দিচ্ছেন ভোটের বার্তা, সিপিএমের অভিনব প্রচার

হুগলি: সিপিআইএমের ভোটের ময়দানে নতুন অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ও বুদ্ধদেব ভট্টাচার্য। প্রযুক্তি ব্যবহারের দিক থেকে এক সময় বাম সমর্থিত দলগুলি নাকচ করলে ও বর্তমান সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সমস্ত রাজনৈতিক দলের থেকে এক ধাপ এগিয়ে বামেরা। এবার ভোটের ময়দানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা নিয়ে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।

বুদ্ধবাবু এখন শয্যাশায়ী , কিন্তু বাম সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য এক বিশেষ আবেগ। সেই আবেগকেই এবার নিয়ে আসা হয়েছে ভোটের ময়দানে। অবিকল বুদ্ধদেব ভট্টাচার্যের মতো গলা! উচ্চারণ ভঙ্গি, কথা বলার ধরণ পুরোটাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় শোনা যাচ্ছে ভোটের আগে সন্দেশখালি নির্বাচনী বন্ড সমস্ত কিছু নিয়ে বক্তব্য দিতে। দুই মিনিটের একটি ভিডিও বার্তা যেখানে একযোগে বুদ্ধবাবু আক্রমণ করছেন তৃণমূল ও বিজেপিকে। ভোটের ময়দানে অভিনব এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকই।

এই বিষয়ে শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপ্সিতা ধর তিনি বলেন , টেকনোলজি যতদিন মানুষের কাজে লাগবে ততদিন সেই টেকনোলজিকে সঙ্গে নিয়ে চলাই উচিত। তার উপরে বুদ্ধদেব ভট্টাচার্য তরুণ প্রজন্মের কাছে এক আবেগ। ভোটের ময়দানে বুদ্ধবাবু নিজে থাকলেও তিনিও হয়তো এই একই বার্তাই দিতেন। বর্তমান সময়ে রাজ্যর যা অবস্থা তাই ফুটে উঠেছে এআই বুদ্ধবাবুর গলার স্বরে।

রাহী হালদার