LIC-র এই স্কিম অনেকের স্বপ্ন পূরণ করছে; মাত্র ১৫১ টাকায় পাওয়া যেতে পারে ৩১ লক্ষ টাকা

LIC অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এই স্কিম অনেকের স্বপ্ন পূরণ করছে। LIC-র এই স্কিমে ১৫১ টাকার বিনিয়োগে বিনিয়োগকারীরা পাবেন ৩১ লক্ষ টাকা। LIC-র এই স্কিমের বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, কারও বাড়িতে যদি বোন বা মেয়ে থাকে, তাহলে এই স্কিমের মাধ্যমে তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে পারে।
LIC অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এই স্কিম অনেকের স্বপ্ন পূরণ করছে। LIC-র এই স্কিমে ১৫১ টাকার বিনিয়োগে বিনিয়োগকারীরা পাবেন ৩১ লক্ষ টাকা। LIC-র এই স্কিমের বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, কারও বাড়িতে যদি বোন বা মেয়ে থাকে, তাহলে এই স্কিমের মাধ্যমে তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে পারে।
কারণ এখন তাঁদের বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এঁদের জন্য একটি বড় স্কিম সরকার চালাচ্ছে এবং এই স্কিমে কেউ যদি দৈনিক ১৫১ টাকা বিনিয়োগ করেন, তাহলে একবারে ৩১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই স্কিম সম্পর্কে সমস্ত খুঁটিনাটি।
কারণ এখন তাঁদের বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এঁদের জন্য একটি বড় স্কিম সরকার চালাচ্ছে এবং এই স্কিমে কেউ যদি দৈনিক ১৫১ টাকা বিনিয়োগ করেন, তাহলে একবারে ৩১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই স্কিম সম্পর্কে সমস্ত খুঁটিনাটি।
১৫১ টাকার বিনিয়োগে ৩১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে -LIC-র এই স্কিমের তথ্যের জন্য, জেনে রাখা প্রয়োজন যে, কেউ যদি LIC-র এই কন্যাদান পলিসি নিতে চান, তবে তার জন্য বয়স কমপক্ষে ৩০ বছর এবং সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হওয়া উচিত। LIC-র এই কন্যাদান পলিসি ২৫ বছরের জন্য। যেটিতে প্রিমিয়াম হিসাবে ২২ বছর টাকা দিতে হবে এবং বাকি ৩ বছরের জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না।
১৫১ টাকার বিনিয়োগে ৩১ লক্ষ টাকা পাওয়া যেতে পারে –
LIC-র এই স্কিমের তথ্যের জন্য, জেনে রাখা প্রয়োজন যে, কেউ যদি LIC-র এই কন্যাদান পলিসি নিতে চান, তবে তার জন্য বয়স কমপক্ষে ৩০ বছর এবং সন্তানের বয়স কমপক্ষে ১ বছর হওয়া উচিত। LIC-র এই কন্যাদান পলিসি ২৫ বছরের জন্য। যেটিতে প্রিমিয়াম হিসাবে ২২ বছর টাকা দিতে হবে এবং বাকি ৩ বছরের জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না।
LIC-র এই কন্যাদান পলিসির জন্য প্রয়োজনীয় কাগজপত্র -
LIC-র এই কন্যাদান পলিসির জন্য প্রয়োজনীয় কাগজপত্র –
- শিশুর জন্ম শংসাপত্র- পিতামাতার আধার কার্ড, প্যান কার্ড - মায়ের আধার কার্ড - পাসপোর্ট সাইজ ছবি - ব্যাঙ্ক পাসবুক
– শিশুর জন্ম শংসাপত্র
– পিতামাতার আধার কার্ড, প্যান কার্ড
– মায়ের আধার কার্ড
– পাসপোর্ট সাইজ ছবি
– ব্যাঙ্ক পাসবুক
LIC-র কন্যাদান পলিসিতে প্রতিদিন ১৫১ টাকা দিতে হবে এবং প্রতি মাসে ৪৫৩০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে কারও বেতন যদি ১৫,০০০ টাকা হয় তাহলে তিনি তাঁর মেয়ের নামে কন্যাদান পলিসি নিতে পারেন। এতে তাঁকে ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। এর পরে ২৫ বছর পূর্ণ হওয়ার পরে তিনি ৩১ লক্ষ টাকা পাবেন।
LIC-র কন্যাদান পলিসিতে প্রতিদিন ১৫১ টাকা দিতে হবে এবং প্রতি মাসে ৪৫৩০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে কারও বেতন যদি ১৫,০০০ টাকা হয় তাহলে তিনি তাঁর মেয়ের নামে কন্যাদান পলিসি নিতে পারেন। এতে তাঁকে ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। এর পরে ২৫ বছর পূর্ণ হওয়ার পরে তিনি ৩১ লক্ষ টাকা পাবেন।