Union Budget 2024: বাজেটের পর মদের দাম কি বাড়ল? সুরাপ্রেমিদের মুখে ফুটল হাসি! না বাড়ল চিন্তা, রইল আপডেট

মঙ্গলবার ২৩ জুলাই ছিল বিজেপির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সংসেদ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
মঙ্গলবার ২৩ জুলাই ছিল বিজেপির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সংসেদ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেট ঘোষণা হলেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা সবার আগে জাগে, তা হল কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল? তারমধ্যে থাকে সিগারেট ও মদের দামও।
বাজেট ঘোষণা হলেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা সবার আগে জাগে, তা হল কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল? তারমধ্যে থাকে সিগারেট ও মদের দামও।
প্রতিবার বাজেটের পর একাধিক বিষয়ের মতই সুরাপ্রেমিরা বাজেটের দিকে তাকিয়ে থাকেন। বাজেটে মদের দাম বাড়ল না কমল সেই দিকে নজর থাকে সকল সুরাপ্রেমিদের।
প্রতিবার বাজেটের পর একাধিক বিষয়ের মতই সুরাপ্রেমিরা বাজেটের দিকে তাকিয়ে থাকেন। বাজেটে মদের দাম বাড়ল না কমল সেই দিকে নজর থাকে সকল সুরাপ্রেমিদের।
এবার বাজেটে সুরাপ্রেমিদের জন্য রয়েছে ভালখবর। আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করেনি সরকার। ফলে মদের দামও বাড়ছে না বলেই জানা গিয়েছে।
এবার বাজেটে সুরাপ্রেমিদের জন্য রয়েছে ভালখবর। আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করেনি সরকার। ফলে মদের দামও বাড়ছে না বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুধু মদের দামই নয়, এবার সিগারেট সহ তামাকজাত দ্রব্যের দামও বাড়ানো হয়নি বাজেটে। তামাক পণ্যের জিএসটি বাড়লে দাম বাড়ে। এবার বাজেটে সরকারের তরফে তা করা হয়নি।
প্রসঙ্গত, শুধু মদের দামই নয়, এবার সিগারেট সহ তামাকজাত দ্রব্যের দামও বাড়ানো হয়নি বাজেটে। তামাক পণ্যের জিএসটি বাড়লে দাম বাড়ে। এবার বাজেটে সরকারের তরফে তা করা হয়নি।