অঙ্গনওয়ারি কেন্দ্রের খিচুড়ি

Viral News: শিশু-প্রসূতির খাবারে ওটা কী! ভয়ানক অভিযোগে তোলপাড় বাঁকুড়া, কী ছিল জানলে হাড়হিম হবে

বাঁকুড়া: বাঁকুড়ার পিছন ছাড়ছে না টিকটিকি। বারবার ঘুরেফিরে অঙ্গনওয়াড়ি খাবারে পাওয়া যাচ্ছে সেদ্ধ টিকটিকি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে আবারও বৃহস্পতিবার মিলল টিকটিকি। আর সেই খাবার খেয়ে আতঙ্কে বাঁকুড়ার ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে এলেন দুই গর্ভবতী-সহ ৫৪ জন। বাঁকুড়ার ইন্দপুরের পুয়াড়া গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এ দিনও পুয়াড়া গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল। সেই খিচুড়ি টিফিনবক্স, থালা কিম্বা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই। এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়ে তাতে মরা টিকটিকিটি দেখতে পান। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে আতঙ্কিত হয়ে প;অড়েন গ্রামবাসীরা। এই ঘটনায় পর্যায়ক্রমে ৫৪ জন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে দু’জন প্রসূতিও রয়েছেন।

আরও পড়ুনঃ পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণ! আগুনে ঝলসে গেল বহু পুণ্যার্থী, মৃত ৩

যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি নন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র। তাঁর দাবি, তাঁর কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি, যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার পর। ফলে ওই ঘটনার দায় তাঁর উপর বর্তায়না। ইন্দপুরের বিএমওএইচ ডাঃ কাজল দে বলেন, আতঙ্কের কিছু নেই। যে ৫৪ জন হাসপাতালে এসেছিলেন প্রত্যেককে আগামী কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। একটি শিশুর পেটের সমস্যা ছাড়া প্রত্যেকেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

নীলাঞ্জন ব্যানার্জী